নিউজ শর্ট ডেস্ক: ভারতীয়দের কাছে আবেগের আর এক নাম রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। এই রাজধানী এক্সপ্রেসের সাথেই বছরের পর বছর ধরে জড়িয়ে রয়েছে অগণিত ভারতবাসীর আবেগ। ১৯৬৯ সালে প্রথম সফর শুরু হয়েছিল রাজধানী এক্সপ্রেসের। দূরপাল্লার এই ট্রেনে সফর করা অধিকাংশ মানুষের স্বপ্ন। হাওড়া এবং শিয়ালদা থেকে নয়াদিল্লি গামী এই রাজধানী এক্সপ্রেসকে অনেকেই ভালোবেসে ‘কিং’ এবং ‘কুইন’ নামেও অভিহিত করেন। তবে এবার এই ঐতিহ্যবাহী এক্সপ্রেস ট্রেনের পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ।
এমনিতে প্রতিনিয়ত ভারতীয় রেলকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আর এবার সামনে এল রাজধানী এক্সপ্রেস নিয়ে রেলের বড় ঘোষণা। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি ধাপে ধাপে তুলে দেওয়া হবে রাজধানী এক্সপ্রেস। সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) এসি স্লিপার ভার্সন চালু হলেই ধাপে-ধাপে দেশের বিভিন্ন রুটের রাজধানী এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হবে।
জানা যাচ্ছে ভারতীয় রেল আগামী দিনে রাজধানী এক্সপ্রেসের পরিবর্তে নতুন এসি স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করছে। এই খবর চাউর হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এসি স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। সকলেই জানতে চাইছেন কেমন হবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস?
ভারতীয় রেল সূত্রে খবর, এই বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে মোট ১৬টি কোচ। তারমধ্যে থ্রি টায়ার কোচ থাকবে ১১ টি। এছাড়া এসি টু টিয়ার কোচ থাকবে চারটি। সেইসঙ্গে থাকবে একটি ফার্স্ট-ক্লাস এসি কোচ। অর্থাৎ বর্তমানে যে এসি কোচ রয়েছে তার থেকে অনেক উন্নত হতে চলেছে এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের কোচ।
আরও পড়ুন: বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার! কলিং সহ ৩ মাসের জন্য ৬০ MBPS ডেটা দিচ্ছে এই কোম্পানি
এই ট্রেনে মোট ৮০০-র বেশি জন যাত্রী সফর করতে পারবেন। তাহলে কবে থেকে চালু হবে এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস? রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে চলতি মাসেই এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের প্রোটোটাইপের ট্রায়াল রান হতে পারে। জানা যাচ্ছে প্রাথমিক ভাবে মোট ১০টি এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করছে ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)। এখানে বলে রাখি কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরেরও (গ্রিন লাইন) রেক- ও কিন্তু এই সংস্থারই তৈরি করা।
তবে জানা যাচ্ছে এই সংস্থা ছাড়াও অন্যান্য সংস্থাও এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে। ভারতীয় রেলের পরিকল্পনা রয়েছে ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে মোট ৫০টি এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করে ফেলা । বর্তমানে আমাদের দেশে মোট ৫০টি রাজধানী এক্সপ্রেস চলে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, যখন আগামী দিনে যখন রেলের হাতে এসি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলে আসবে, তারপর থেকে ধাপে-ধাপে রাজধানী এক্সপ্রেস তুলে দেওয়া হবে।