নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সফর নিরাপদ এবং সুরক্ষিত করতে সবসময় তাদের ছোট-বড় সমস্ত সুবিধার (Facility) খেয়াল রাখেন। এসবের মধ্যেই ট্রেনের সফর আরও বেশি আরামদায়ক করে তুলতেই এবার ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে (Vande Bharat Express) আমাদের দেশের প্রবীণ নাগরিক (Senior Citizen) এবং বিকলাঙ্গ মানুষরা বড় সুবিধা পেতে চলেছেন।
রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সম্প্রতি ভারতীয় রেলওয়ে হুইল চেয়ার ব্যবহার করায় প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য ট্রেনে র্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনে তৈরি হওয়া র্যাম্প ডিজাইনের ছবি প্রকাশ্যে এনে রেলমন্ত্রী বলেছেন চেন্নাই রেলওয়ে স্টেশনে এর ব্যবহার করা হয়েছে ৷
বয়স্ক নাগরিকদের বিশেষ সুবিধা
রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন ট্রেনে এই র্যাম্পের নির্মাণ করা হলে প্রবীণ নাগরিক এবং বিকলাঙ্গ মানুষরাও যথেষ্ট সুবিধা পাবেন। উনি জানিয়েছেন টিকিট বুক করার সময় যাত্রীদের হুইলচেয়ারের প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য একটি সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে। এতে যাত্রীদের জন্য র্যাম্প তৈরী থেকে শুরু এলার্ট তৈরী করে সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশনে পাঠানো যেতে পারে।
আরও পড়ুন: চাকরি ছেড়ে বুড়ো বয়সেও প্রতি মাসে আয় হবে ২০,০০০ টাকা! স্কিম জানলে লুফে নেবেন
সেইসাথে তিনি জানিয়েছেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং পরে অন্য সব ট্রেনে এর উপযোগ শুরু করবো। রেল মন্ত্রী বলেছেন ট্রেনের দরজাতেও র্যাম্প সহজে লাগানো যায়।
এটি চওড়া এবং কম ঢালু হওয়ায় হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য ব্যবহার করা সহজ হবে। রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পরীক্ষা চলাকালীন যাত্রীদের থেকে পাওয়া প্রতিক্রিয়াদারুন ইতিবাচক এবং উৎসাহপ্রদানকারী হয়ে থাকে।