নিউজ শর্ট ডেস্ক: পাল্টে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-সহ একাধিক ট্রেনের সময়সূচি। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, রাঁচি-বারাণসী-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস-সহ মোট ১০টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি (Train Time Table) পালটে যাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সোমবার ১৮ মার্চ থেকেই নতুন টাইম টেবিল মেনেই চলবে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তবে নতুন নিয়মে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের টাইম টেবিল পরিবর্তিত হলেও হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের টাইমটেবিলের কোনও পরিবর্তন হয়নি।
২০৮৯৮ রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পরিবর্তিত টাইম টেবিল
১) রাঁচি: এই নতুন টাইম টেবিল অনুযায়ী রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬ টায় ছাড়বে। যা আগে ছাড়ত ভোর ৫ টা ১৫ মিনিটে।
২) মুরি: এই স্টেশন থেকে আগে সকাল ৬ টা বেজে ১৫ মিনিটে ট্রেন ছাড়লেও সেই টাইম পিছিয়ে করা হয়েছে
সকাল ৬ টা ৫৩ মিনিট। এই স্টেশনে মাত্র দু’মিনিটের জন্য ট্রেন দাঁড়ায়।
৩) কোটশিলা: মুরির থেকে ছেড়ে এই ট্রেন সকাল ৭ টা ১৯ মিনিটে কোটশিলায় পৌঁছাবে। যা ছাড়বে ৭ টা ২০ মিনিটে। যদিও আগে এই ট্রেনটি কোটশিলায় পৌঁছাত সকাল ৬ টা ৩৪ মিনিটে।
৪) পুরুলিয়া: এখন এখানে টাইম সকাল ৭ টা ৫৩ মিনিট হলেও আগে ছিল সকাল ৭ টা ৮ মিনিট।
৫) চাণ্ডিল: এবার থেকে সকাল ৮ টা ৩৯ মিনিটে চাণ্ডিলে এই ট্রেন। যদিও আগে বন্দে ভারত চাণ্ডিল পৌঁছাত সকাল ৭ টা ৫০ মিনিটে।
৬) টাটানগর: নতুন টাইমটেবিল অনুযায়ী বন্দে ভারত টাটানগরে পৌঁছাবে সকাল ৯ টা ২৩ মিনিটে। এই স্টেশনে পাঁচ মিনিট দাঁড়ানোর পর ৯ টা ২৮ মিনিটে টাটানগর থেকে ছেড়ে বেরিয়ে যাবে। তবে আগে এই ট্রেন সকাল ৮ টা ৪০ মিনিটে টাটানগরে পৌঁছাত।
৭) খড়্গপুর: নতুন নিয়মে এই ট্রেন সকাল ১১ টা ১৩ মিনিটে খড়্গপুর পৌঁছবে। তবে আগে সকাল ১০ টা ৩০ মিনিটেই খড়্গপুর ঢুকে যেত এই ট্রেন।
৮) হাওড়া: এরপর একেবারে দুপুর ১ টা ১০ মিনিটে হাওড়ায় ঢুকবে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। যদিও আগে টাইম ছিল বেলা ১২ টা ২০ মিনিট।
আরও পড়ুন: সবাইকে ছাপিয়ে নম্বর ১ টাটা! ৯ বছর ধরে এই ক্ষেত্রে দখল রাখলো নিজেদের জায়গা
১৮৬২৮ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের নয়া সময়সূচি
১) রাঁচি: ৩১ মার্চ থেকে ভোর ৫ টা ২০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে এই ট্রেন। আগে যার টাইম ছিল ভোর ৫ টা ৩০ মিনিট।
২) মুরি: মুরি থেকে সকাল ৬ টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়বে যা আগে ছাড়তো সকাল ৬ টা ৩০ মিনিটে।
৩) ঝালিদা: এই স্টেশনে টেন পৌঁছাবে সকাল ৬ টা ৩৯ মিনিটে যা আগে পৌঁছাত সকাল ৬ টা ৪৯ মিনিটে।
৪) বোকারো স্টিল সিটি: এই স্টেশনে সকাল ৭ টা ৩৫ মিনিটে পৌঁছাবে, যা আগে পৌঁছাত সকাল ৭ টা ৪০ মিনিটে।
১২৮৩৩ আমদাবাদ-হাওড়া এক্সপ্রেসের নয়া সময়সূচি
১) টাটানগর: এই ট্রেন এবার থেকে টাটানগর পৌঁছাবে সকাল ৯ টা ২৮ মিনিটে, যা আগে সকাল ৯ টা ২৩ মিনিটে পৌঁছাত।
২) খড়্গপুর ও সাঁতরাগাছি: খড়্গপুর ও সাঁতরাগাছিতে পৌঁছানোর সময় পালটায়নি।
হাওড়া: তবে হাওড়ায় ঢুকবে দুপুর ২ টো ১০ মিনিটে, যা আগে ঢুকত দুপুর ১ টা ৫০ মিনিটে।
একইভাবে ১৮ মার্চ থেকেই নতুন সময়েই চলবে আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস।
১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেসের নতুন সময়সূচি
আগের সময়েই ট্রেন হাওড়া থেকে ছাড়লেও সকাল ৯ টা ৫৫ মিনিটের পরিবর্তে চক্রধরপুরে ঢুকবে সকাল ১০ টা ১৫ মিনিটে।