Vande Bharat Express Sleeper Train Interior Video

দেখার মত সুন্দর ইন্টিরিয়ার, প্রকাশ্যে রাজধানীর থেকেও সুন্দর বন্দে ভারত স্লিপারের ভিডিও

পার্থ মান্নাঃ প্রতিনিয়ত আরও উন্নত প্রযুক্তি আর আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের মত ট্রেন চালু হয়েছে। আর শীঘ্রই আসতে চলেছে হাইড্রোজেন ট্রেন। তবে তার আগে রেলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে স্লিপার বন্দে ভারত চালু হবে। কারণ বন্দে ভারতে শুধুমাত্র বসে যাত্রা করা যায়। তবে এবার অপেক্ষার অবসান, শীঘ্রই ট্র্যাকে ছুটবে স্লিপার বন্দে ভারত। সম্প্রতি এই ট্রেনের অন্দরমহলের ঝলক প্রকাশ্যে এসেছে।

রাজধানী এক্সপ্রেসের থেকেও উন্নত বন্দে ভারত স্লিপার!

যেমন অত্যাধুনিক টেকনোলজির দৌলতে সুপার ফাস্ট স্পীডে ছুটবে ট্রেন তেমনি থাকছে দুর্দান্ত সমস্ত ফিচার্স। রেল অধিকারীদের মতে, রাজধানী এক্সপ্রেসের থেকেও উন্নত হতে চলেছে এই ট্রেন। ঠিক যেমনটা বিদেশের ট্রেনে চাপলে অনুভব হয় তেমন পরিষেবাই মিলবে নতুন বন্দে ভারত স্লিপারে।

জানা যাচ্ছে BML, Kinet Railway Solutions Limited ও BHEL-Titagarh Rail Systems কন্সর্টেমের যৌথ চেষ্টায় তৈরী এই ট্রেনটিকে রাজধানীর থেকেও বেশ উন্নত বলে ঘোষণা করা হয়েছে। যেটা ঘন্টায় ১৬০-১৮০ কিমি গতিবেগে যাত্রা করলেও ভেতরে একেবারে নিরাপদ ও উচ্চমানের যাত্রার অনুভূতি দিতে সক্ষম।

বন্দে ভারত স্লিপারের অন্দরসজ্জার ভিডিও (Vande Bharat Sleeper Interior Video)

সম্প্রতি বন্দে ভারত স্লিপার ট্রেনের অন্দরসজ্জার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে AC Tier-1 থেকে শুরু করে AC Tier-2 ও AC Tier-3 এর কোচের দৃশ্য দেখা যাচ্ছে। জানা যাচ্ছে ট্রেনটিতে  ১১টি এসি ৩, ৪টি এসি ২ ও ১টি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। এছাড়া জিএফআরপি প্যানেল থেকে শুরু করে সেন্সর দেওয়া দরজা, স্বয়ংক্রিয় দরজা, গন্ধমুক্ত আর্গোনমিক রেস্টরুম থাকবে।

বন্দে ভারত স্লিপার সম্পর্কে আইসিএফ এর জেনারেল ম্যানেজার জানান, আমরা চেয়ার কার রেক তৈরী করেছি। তবে জনপ্রিয়তা থাকায় রেল বোর্ড স্লিপার রেক তৈরী করতে চেয়েছে। আমরা নকশা করে সেটা PML এর সাথে শেয়ার করেছি। কোচ তৈরী হওয়ার পর সেটা লাখনৌয়ের RDSO দ্বারা ট্রায়ালে পাঠানো হবে। সব ঠিক থাকলে সবুজ সংকেত পাওয়া যাবে। সেটা হলেই আগামী ১৫ই জানুয়ারির মধ্যে ট্রেন তৈরি করা সম্ভব হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X