ATM Card

anita

ATM Card: ATM-এ পিন উল্টো দিয়ে ফেলেছেন! কার্ড লক হয়ে গেলে কি করবেন? জানুন এই সহজ পদ্ধতি

নিউজ শর্ট ডেস্ক: কেউ যদি আপনার এটিএম থেকে জোর করে টাকা তুলে নেয়, তাহলে আপনাকে এটিএম-এ (ATM) রিভার্স পিন (Reverce Pin) লিখতে হবে। এমনকী ATM মেশিনে পিন উল্টো টাইপ করলে স্থানীয় পুলিশের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে। শুধু তাই নয়, উল্টো পিন ব্যবহার করলে নগদ টাকা বের হলেও তা ATM মেশিনে আটকে যাবে।

   

ATM-এ পিন উল্টো সাবমিট করলেই ছুটে আসে পুলিশ! জানুন আসল তথ্য

এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন পেমেন্টের ওপরেই মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল। তবে রাস্তাঘাটে বেরোলে সঙ্গে কিছু টাকা থাকাও দরকার হয়। তাই এক্ষেত্রে ATM Card ছাড়া গতি নেই। তবে এটিএম নিয়ে খুঁটিনাটি এমন প্রচুর তথ্য রয়েছে যা সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরেই গ্রাহকদের ATM কার্ড দিয়ে দেওয়া হয়। ATM Card অ্যাক্টিভ হতেই ব্যাঙ্কের তরফে চার ডিজিটের পিন নম্বরও দিয়ে দেওয়া হয়। যা টাকা তোলার জন্য অত্যন্ত জরুরি। তবে সম্প্রতি এই ATM পিন নিয়েই সোশ্যাল মিডিয়ায় নানা রকম ম্যাসেজ আসছে।

সোশ্যাল মিডিয়া কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কি ম্যাসেজ আসছে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝড়ের বেগে শেয়ার করা হচ্ছে একটি ম্যাসেজ। সেখানে বলা হচ্ছে কেউ যদি এটিএম থেকে জোর করে টাকা তুলে নেয়, তাহলে সেই কার্ড হোল্ডারকে টাকা তোলার জন্য এটিএম-এ রিভার্স পিন লিখতে হবে। এইভাবে ATM মেশিনে উল্টো পিন  লিখলেই সতর্কবার্তা পৌঁছে যাবে স্থানীয় পুলিশের কাছে। শুধু তাই নয়, উল্টো পিন দিয়ে ATM থেকে  নগদ টাকা তোলা গেলেও  তা ATM মেশিনে আটকে যাবে।  বলা হচ্ছে এইভাবে ATM-এ উল্টো পিন লিখলে এটিএমটি লক হয়ে যাবে, তখন সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হতে হবে। কিন্তু সত্যিই কি তাই? এই দাবি কতটা সত্য়ি?

উল্টো পিন লিখলে কী হবে?

এই সমস্ত তথ্য শধু ভারতেই নয়, আমেরিকার মতো দেশেও ভাগ করা হয়। AP ফ্যাক্ট বিষয়টি চেক করে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যে। এটিএম-এ গিয়ে উল্টো পিন লিখলে পুলিশ আসা থেকে শুরু করে অনান্যা যে সব দাবি করা হয়েছে, তার কিছুই হবে না। রিপোর্টে বলা হয়েছে, এটিএম-এ আদতে এমন কোনো ফিচারই নেই।

আরও পড়ুন: উপহারে ভরেছে রামলালার ঝুলি! দেশ-বিদেশ থেকে কি কি উপহার পেলেন প্রভু রাম?

তবে জানা যাচ্ছে নব্বইয়ের দশকে আমেরিকায় এমন একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। তাই এই ধরনের দাবিতে বিশ্বাস না করাই ভাল। রিপোর্ট বলছে এটিএম-এ এমন উল্টো পিন লিখলে কিছুই হবে না। তবে বারবার ভুল পিন দিলে এটিএম কার্ড লকও হয়ে যেতে পারে।