Anurager Chowa

Moumita

সত্যির খুব কাছাকাছি! এবার লাবণ্য আর দীপা মিলে প্রকাশ্যে আনবে সব সত্যি, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র নতুন টুইস্ট

আজকাল সন্ধ্যা ৯.৩০ বাজলেই বাঙালির ঘরে ঘরে একটাই প্রোগ্রাম চলে। আর সেটা হল স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। সাম্প্রতিক সময়ের TRP রেটিং দেখলেই এটা স্পষ্ট বোঝা যায়। ফলস্বরূপ এই সপ্তাহতেও টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিক।

   

বিশেষ করে আজকের এপিসোডের জন্য তো সবাই মুখিয়ে বসে আছেন। কারণ আজকেই দেখানো হবে সোনা-রূপার নাচ। অন্যদিকে একগুচ্ছ প্রশ্ন নিয়ে সূর্যর মুখোমুখি হবে দীপা। এমতাবস্থায় সকলের মনেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল, কোনদিন মোড় নেবে সূর্য আর দীপার কাহিনী?

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, স্কুল প্রোগ্রামে সবাই হাজির হয়েছে। এদিকে সোনার ডান্স পার্টনারের পায়ে চোট লাগায় সেখানে রূপাকে নিয়ে এসেছে সূর্য। আর এখানেই প্রথমবার নিজের আরেক নাতনীকে চিনতে পারে লাবণ্য এবং প্রবীর।

এখন রায় বাঘিনী লাবণ্য এতদিন রূপার সঠিক পরিচয় জানতোনা। এরপর নিজের নাতনীকে চোখের সামনে দেখে তাকে কি আর বানের জলে ভেসে যেতে দেবে সে? যেভাবেই হোক নিজের বংশধরকে যে তিনি আগলে রাগবেনই সে কথা বলাই বাহুল্য।

এদিকে অজান্তেই রূপার পড়াশোনার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সূর্য। এতে অবশ্য দীপার যথেষ্ট আপত্তি রয়েছে বটে। আর তাই সে সূর্যর মুখোমুখি হয়। খুব স্বাভাবিকভাবেই আরেকপ্রস্থ তর্কাতর্কি হয় তাদের মধ্যে। যদিও এর মধ্যে লাবণ্য ঢুকে পড়ে গোটা পরিস্থিতি সামাল দিয়ে দেন।

এবং সূর্য সেখান থেকে চলে যেতেই সে দীপাকে প্রশ্ন করে, কোন সাহসে তার নাতনীকে সবার থেকে দূরে সরাচ্ছে সে? এমনকি দীপাকে ওয়ার্নিংও দেয়, সে যেন ভুলে না যায় যে, সে হল ‘দ্য লাবণ্য সেন’। অবশ্য এই পুরো ব্যাপারটাই ঘটেছে স্নেহের আবেশেই। দীপাও বাধ্য মেয়ের মত লাবণ্যর সব কথা মেনে নেয়। এদিকে মিশকা সূর্যকে ভুল বোঝাতে চাইলে সূর্য তাকে রীতিমত অপমান করে। সবে মিলিয়ে একটা কথা ভালোই বোঝা যাচ্ছে যে, সমস্ত সত্যির উপর থেকে পর্দা উঠতে খুব বেশি সময় আর লাগবেনা। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।