Jio

Jio: মুকেশ আম্বানির সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ! ‘গরিব বিরোধী জিও’ দাবি Vi-এর

নিউজ শর্ট ডেস্ক: টেলিকম সংস্থা জিওর (Jio) বিরুদ্ধে এবার ভয়ানক অভিযোগ আনলো দেশের অপর এক টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) অর্থাৎ ভিআই। এই সংস্থার দাবি ট্রাই’কে সারাদেশে ২জি এবং ৩ জি পরিষেবা  বন্ধ করার প্রস্তাব দিয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। যার ফলে সমস্যায় পড়বেন দেশের নিম্ন শ্রেণীর গ্রাহকরা।

আসলে আমাদের দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী অধিকাংশ মানুষই এখনও এই ২ জি  পরিষেবার ওপর নির্ভরশীল। তাই জিও সারাদেশে ২জি এবং ৩ জি পরিষেবা বন্ধ করতে যাওয়ায় জিও’কে গরিব বিরোধী তকমা দিয়েছে ভি আই।

এই মুহূর্তে রিলায়েন্স জিও সারা ভারত জুড়ে মোট ২২ টি টেলিকম সার্কেলসহ সারাদেশে LTE পরিষেবা প্রদান করে চলেছে। মহারাষ্ট্রের মুম্বাইতেই রয়েছে এই কোম্পানির প্রধান অফিস। অপরদিকে ভোডাফোন আইডিয়া হল এমন একটি সর্বভারতীয় GSM অপারেটর। যা সব ধরনের গ্রাহকদের কথা ভেবে ২জি, ৪জি, LTE Advanced, VoLTE, ৫জি এবং Vo WiFi নেটওয়ার্ক পরিচালনা করে থাকে।

জিও,Jio,ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,মুকেশ আম্বানি,Mukesh Ambani,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এই কোম্পানির প্রধান অফিস রয়েছে মুম্বাই এবং গান্ধীনগরে।সূত্রের খবর মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও পুরোপুরি  নেটওয়ার্ক বন্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাই-কে। সেইসাথে সরকারকে এমন একটা নীতি তৈরি করার প্রস্তাব দিয়েছে যেখানে সমস্ত ইউজাররা নেটওয়ার্ক ৪জি -৫জিতে স্থানান্তরিত করতে পারে।

আরও পড়ুন: বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার! কলিং সহ ৩ মাসের জন্য ৬০ MBPS ডেটা দিচ্ছে এই কোম্পানি

জিও,Jio,ভোডাফোন আইডিয়া,Vodafone Idea,মুকেশ আম্বানি,Mukesh Ambani,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আর এই খবর শোনা মাত্রই নড়ে চড়ে বসেছে ভোডাফোন আইডিয়া। ভিআই-এর অভিযোগ জিওর এই প্রস্তাব বা সিদ্ধান্ত যে সঠিক নয়। এক্ষেত্রে তাদের যুক্তি এরফলে সারা দেশের দরিদ্র বা নিম্ন শ্রেণীর গ্রাহকরা টেলিকম পরিষেবা থেকে বঞ্চিত হবেন। কারণ এখনও দেশের একটি বৃহৎ সংখ্যক মানুষ ২জি , ৩ জি পরিষেবা দ্বারা উপকৃত হনা। হিসাব অনুযায়ী এই মুহূর্তে ভারতের প্রায় ২০ কোটি মানুষ ২জি পরিষেবা গ্রহণ করেন।

Avatar

anita

X