নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না যে কোন মানুষের। আবার অনেক ক্ষেত্রে অন্য কোথাও ঘুরতে গেলে ইন্টারনেটের কানেকশনের সমস্যার সৃষ্টি হয়। এমনকি মোবাইল ইন্টারনেট সেভাবে কাজ করতে চায় না। তাই এই সমস্যা সমাধানের জন্য ‘ভোডাফোন আইডিয়া MiFi'(Vi MiFi) নামক একটি পোর্টেবল ওয়াইফাই ডিভাইস(Portable WiFi Device) নিয়ে এসেছে।
যেটি গ্রাহকদের চলার পথে বিভিন্ন ডিভাইসে কানেক্টিভিটি অ্যাক্সেস করার সুযোগ দেবে। এর পাশাপাশি ঘুরতে যাবার সময় ইন্টারনেটের স্পিডও থাকবে অনেক বেশি। আপনি এই ডিভাইসটি অনলাইনে বা অফলাইনে যে কোনো আউটলেট-এর মাধ্যমে যেকোনো জায়গা থেকেই কিনতে পারবেন। চলুন তাহলে ভোডাফোন আইডিয়ার এই নতুন ডিভাইস কি কি সুবিধা দিচ্ছে এবং এটির দাম কত সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই মুহূর্তে Vi MiFi-এর জন্য দুটো প্ল্যান নিয়ে এসেছে। এই দুটো প্ল্যানের জন্য গ্রাহকদের প্রত্যেক মাসে খরচ করতে হবে যথাক্রমে ৩৯৯ টাকা এবং ৪৯৯ টাকা।
আর এটি একসাথে মোট ১০টি ডিভাইসকে ইন্টারনেট সরবরাহ করতে পারবে। এটির চার্জ থাকবে ৬ ঘন্টা। টেলকোর দাবি করেছে Vi MiFi ১৫০ mbps পর্যন্ত সুপারফাস্ট ডেটা সরবরাহ করতে পারবে। তবে সব ক্ষেত্রে ডেটার গতিবেগ এমন থাকবে না। এর কারণ ভোডাফোন আইডিয়া এখনো ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা দিচ্ছে না। আরেকটা জিনিস এই পোর্টেবল ওয়াইফাই ডিভাইসের দাম রয়েছে ২০০০ টাকা।