মাত্র ৪ দিন আগেই গাঁটছড়া বেঁধেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সাথে রাজকীয়ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। কিন্তু ৪ দিনের মধ্যেই সংসারে অশান্তি! তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে নবদম্পতির সংসারে। ভিকির সঙ্গে এতদিনের সম্পর্কের পর বিয়ে, এরপর নতুন কাউকে মন দিয়ে বসলেন অঙ্কিতা! তৃতীয় ব্যক্তির সাথে ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীকে হাতেনাতে ধরে নিয়েছেন ভিকি।
অঙ্কিতাকে তাঁর সহকর্মী কর্ণবীর বোহরার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন ভিকি। এই ঘটনার প্রমাণের জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন ভিকি। এই ভিডিও দেখা যাচ্ছে, ভিকি ঘরে নেই। আর সেই সুযোগে করণবীর বোহরার হাতে হাত রেখে গোপন প্রেমালাপে ব্যস্ত সদ্য বিবাহিতা অঙ্কিতা। এরপর হঠাৎ করেই পিছন থেকে চলে আসেন ভিকি। আর দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় ধরেও ফেলেন।
স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে বেজায় চটে যান ভিকি! কর্ণবীরকে অঙ্কিতার থেকে দূরে থাকার নির্দেশ দেন ভিকি। এরপরেই কর্ণকে টাটা জানিয়ে সেখান থেকে চলে যান অঙ্কিতা। আসলে এই ঘটনা পুরোটাই তারা মজার ছলে করেছেন। দুজনের মধ্যে কোনো ফাটল ধরেনি। অনুরাগীদের খানিক মজা দেবার জন্যই এই কাজ করেছেন ভিকি ও অঙ্কিতা। যদিও অনুরাগীদের মধ্যে একাংশ এই ভিডিও দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা। এরপরে হঠাৎ করে ২০১৬ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপরেই ভিকির সাথে সম্পর্কে জড়ান অভিনেত্রী। বেশ কয়েকবছর প্রেমের পর ধুমধাম করে বিয়ে করেন এই জুটি।