নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এক ঝাঁক বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়েও লাগাতার ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। জনপ্রিয় প্রযোজক পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি শুরু থেকেই গতে বাঁধা আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা। প্রতি সপ্তাহেই যার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও। এই যেমন চলতি সপ্তাহেই টিআরপি তালিকায় সবাইকে দশ গোল দিয়ে আরও একবার বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে পর্দার জ্যাস ওরফে জগদ্ধাত্রী।
২০২২ সালের ২৯ শে আগস্ট টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল। সেই থেকে এক বছর কেটে গেলেও এখনও লাগাতার স্লট লিডার তো হচ্ছেই এমনকি মাঝেমধ্যে বেঙ্গল টপার হয়েও তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। টেলিভিশনের পর্দায় এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপির অভাব হলেই মাঝপথে বন্ধ হয়ে যায় বেশিরভাগ বাংলা সিরিয়াল।
এটাই এখনকার সব বাংলা সিরিয়ালের ট্রেন্ড। তাই টেলিভিশনের পর্দায় কোন সিরিয়ালের বয়স ছ’মাস তো কারও মাত্র তিন মাস। এদিক দিয়ে দেখতে গেলে সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে জগদ্ধাত্রী একাই। তবে এই মুহূর্তে জি বাংলার শুধু জগদ্ধাত্রীই নয় ‘নিম ফুলের মধু’ কিংবা ‘ফুলকি’র মতো সিরিয়াল নিয়ে এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে জি বাংলা।
তাই জি বাংলাকেধরাশায়ী করতে এখন ভিন্ন স্বাদের গল্পের উপরেই জোর দিচ্ছে স্টার জলসা। সে দিক দিয়ে দেখতে গেলে এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে বড় বাজি হল ‘গীতা এলএলবি’। এই সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়ালটি। এই মুহূর্তে সিরিয়াল প্রেমীদের মধ্যেও জগদ্ধাত্রী এবং গীতা এলএলবি’কে নিয়েও চলছে তুমুল চর্চা।
আরও পড়ুন: ল্যাপটপেই কিস্তিমাত! সবার সামনে ইশার মুখোশ খুলল পর্ণা, ফাঁস তুলকালাম পর্ব
চলছে আসলে জগদ্ধাত্রীর মত এই সিরিয়ালটিও স্নেহাশীষ চক্রবর্তীরই ব্লুজ প্রোডাকশন হাউসের তৈরি। তাই তুলনা টেনে একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘কেউ মানুক আর না মানুক গীতা পুরো জগদ্ধাত্রীর কপি। স্নেহাশীষ স্যার দুটোর প্যাটার্ন পুরো এক রেখেছেন। শুধু তফাৎ হলো জ্যাস গোয়েন্দা আর গীতা উকিল। বাদবাকি সব এক মারপিট, ডায়লগ, গল্প।’
সেইসাথে তার আরও সংযোজন জগদ্ধাত্রী এই গল্প নিয়েই গাঁটছড়ার মত সিরিয়াল কে হারিয়েছে। এতদিন হয়ে যাওয়া সত্বেও হাই টিআরপি, চ্যানেল টপার, বেঙ্গল টপার। আমার মনে হয় গীতাও একই হবে. হারানো এতো সহজ হবে না। তবে ‘কার কাছে কই মনের কথা’র গল্প ফাস্ট করলে চান্স আছে স্লট পাবার। তবে একটা কথা বাজি রেখে বলতে পারি যে গীতা একবার হলেও টপ করবেই। কারণ একই জিনিসে ‘জগদ্ধাত্রী; বাজিমাত করছে।’