নিউজ শর্ট ডেস্ক: স্টার জলসা (Star Jalsha) হোক কিংবা জি বাংলা (Zee Bangla) প্রত্যেকটি বিনোদনমূলক চ্যানেলেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) হুড়োহুড়ি। তবে বেশিরভাগ ধারাবাহিককেই দেখা যায় শুরুটা একরকম গল্প দিয়ে হলেও পরে গল্প এগোনোর সাথে সাথে টিআরপি-র লড়াইয়ে এগিয়ে থাকতেই বেশিরভাগ ধারাবাহিক পরকীয়ার (Extra Marital) মত একঘেয়ে রুচিহীন ট্র্যাকের আশ্রয় নেয়। যা দেখে বিরক্ত হয়ে যাচ্ছেন দর্শকরাও।
এই কারণেই এখনকার দিনে কোনো সিরিয়ালই আর বেশিদিন চলছে না। টিআরপি তালিকায় লাগাতার নম্বর কমতে থাকায় বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ বাংলা সিরিয়াল। কিন্তু এদিক দিয়ে একেবারে আলাদা জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালটি। এই ধারাবাহিকে যেমন রয়েছে অ্যাকশন, তেমনি রয়েছে রোম্যান্স। বিশেষ করে ধারাবাহিকের নায়ক নায়িকা স্বয়ম্ভু (Swambhu) এবং জগদ্ধাত্রীর মিষ্টি সম্পর্কটা শুরু থেকে এখনও পর্যন্ত সেই একই রকম রয়ে গিয়েছে।
পর্দায় জ্যাস চরিত্রে অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু চরিত্রে অভিনেতা সৌম্যদীপ মুখার্জির দুর্দান্ত রসায়ন শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। সিরিয়ালে তাদের মধ্যে আজ অব্দি ঢোকেনি কোন তৃতীয় ব্যক্তি। একই নায়কের দুই নায়িকা কিংবা না এক নায়িকার দুই নায়কের মত কোন ট্র্যাক আসেনি তাদের মধ্যে। অথচ এখনকার দিনের সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলা সিরিয়াল গুলির ক্ষেত্রে গুরুত্ব পেয়ে আসছে পরকীয়া।
তা সে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সূর্য দীপার মধ্যে মিশকা হোক কিংবা জি বাংলার ‘ইচ্ছে পুতুল’-এর মেঘ নীলের মধ্যে থাকা ময়ূরী অথবা জনপ্রিয় সিরিয়াল ‘নীম ফুলের মধু’র সৃজন-পর্ণার মধ্যে কখনও ঢুকে পরা তিন্নি আবার এখনকার নতুন খলনায়িকা ইশা। তাই হরে গড়ে দেখা যাচ্ছে সব সিরিয়ালই এখন পরকীয়া গ্রস্ত হয়ে পড়েছে।
আরও পড়ুন: মেঘকে নির্দোষ প্রমান করতে এবার জিষ্ণুর সাথে হাত মেলাবে গিনি! নতুন জুটি পেয়ে খুশি দর্শক
কিন্তু এদিক দিয়ে একেবারে আলাদা পর্দার জগদ্ধাত্রী স্বয়ম্ভু। শুরু থেকেই জ্যাসকে ভীষণ ভালোবাসে সে। আজ পর্যন্ত কখনও তাদের বিশ্বাসের ওপর এতোটুকু আঁচ পর্যন্ত পড়েনি। আর এটাই জগদ্ধাত্রী সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি। টিআরপি তালিকায় বেশি নম্বর পাওয়ার জন্য যে পরকীয়ার প্রয়োজন হয় না একথাই চোখে আঙুল দিয়ে রেখে দিয়েছে এই ধারাবাহিকটি। তাই কোন রকম পরকীয়া না দেখিয়েও এই সিরিয়ালের নিজস্বতাই প্রত্যেক সপ্তাহে টি আর পি তালিকায় ভালো নম্বরে এনে দিচ্ছে। চলতি সপ্তাহেই যেমন জগধাত্রী হয়েছিল বেঙ্গল টপার।