নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন একের পর এক নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই শুরু হচ্ছে এক ঝাঁক নতুন সিরিয়াল। আর প্রত্যেকটি সিরিয়ালের এখন একটাই উদ্দেশ্য তা হল ভালো টিআরপি। কারণ টিআরপি কম হলেই অসময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে যে কোন বাংলা সিরিয়াল। এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড।
তাই বেশিরভাগ ধারাবাহিকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে ভিন্ন স্বাদের গল্পের ওপর। সেইসাথে তুলে ধরা হচ্ছে মেয়েদের ক্ষমতায়নের বিভিন্ন দিক। কিন্তু একথাও ঠিক দিনের শেষে সাংসারিক কূটকচালির সিরিয়াল গুলোই কিন্তু বেশি টিআরপি দিচ্ছে। সম্প্রতি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (SandhyaTara)।
এই ধারাবাহিকে শুরু থেকেই দেখা যাচ্ছে দুই বোন সন্ধ্যা এবং তারার একে অপরের জন্য আত্মত্যাগ এবং স্বার্থত্যাগের কাহিনী। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন বোন তারা সন্ধ্যার জন্য নিজের ভালোবাসার মানুষকে বলিদান দিয়েছিল। তাই আকাশ নীলের সাথে তারার নয় বিয়ে হয়েছে সন্ধ্যার। অথচ আকাশ নীল এবং তারা একে অপরকে খুবই ভালোবাসে।
আর সে কথা প্রথমে জানতো না সন্ধ্যা।তাই সন্ধ্যা নিজের অজান্তেই বোনের ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে ফেলেছে। অন্যদিকে প্রায় একই ঘটনা দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘মিঠিঝোরা’তে (Mithijhora)। এই ধারাবাহিকে সদ্য দেখা গিয়েছে বিয়ের দিন আচমকা মৃত্যু হয়েছে রাইয়ের বাবার। তাদের বড় মেয়ে হিসাবে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য রাই নিজে বিয়ে না করে নিজের মেজ বোন নিলুকে জোর করে বসিয়ে দেয় বিয়ের পিঁড়িতে।
আরও পড়ুন: এটাই শেষ নেগেটিভ চরিত্র! দর্শকদের কাছে লাগাতার অপমানিত হয়ে বড় সিদ্ধান্ত ‘ময়ূরী’ শ্বেতার
এইভাবে বাংলা সিরিয়ালের নায়িকাদের মহান হওয়ার নাটক দেখে বিরক্ত দর্শক। তাই ক্ষোভ উগরে দিয়ে একজন দর্শক লিখেছেন ‘গল্প আলাদা হলেও কাহিনী একি। সবসময় নায়কাদের স্বার্থের জন্য নায়কদের কেন বলির পাঠা হতে হয় বুঝিনা ভাই। নায়ক বলে কি ওরা মানুষ নয়! ওদের মনের কোন ইচ্ছা নেই নাকি? তারা নিজের বোনের জন্য আকাশকে ত্যাগ করলো একবারও আকাশের কথা ভাবেনি। তার জন্য আজ তিনজনের জীবন সহ ওর সরল বোনের জীবনটাও নষ্ট হলো।’
সেইসাথে ওই দর্শকের আরও সংযোজন ‘আর অন্যদিকে রাই তুই নিজে বিয়ে করবি না ভালো কথা তো নায়কের গলায় বোনকে কেন ঝুলিয়ে দিলি? নায়কের কি নিজের কোনো ইচ্ছা নেই? বেশি পাকামি করে নায়কের জীবন নষ্ট কেন করলি। হ্যা এখানে অবশ্য কারো জীবন নষ্ট হবে না কারণ সব নায়করা নায়কাদের বিয়ের পর ভালোবাসে না আস্তে আস্তে মায়া তারপর প্রেমে পড়ে যায়। সো নায়কও ছোট্ট বোনের প্রেমে পড়ে যাবেনে কিন্তু সেটা কথা নয় কথা হলো এমনটা না করলেও পারতো। নিজে বিয়ে করবি না ভালো কথা সবাই একা থাকতো তা নয়।’