ছোট পর্দার (Bengali Serial) হাত ধরেই শুরু করেছিলেন অভিনয়। এসেছে ভুরি ভুরি জনপ্রিয়তা। একের পর এক মেগা ধারাবাহিক তিনি উপহার দিয়েছেন সিরিয়াল প্রেমীদের। কথা হচ্ছে বিক্রম চট্টোপাধ্যায়কে (Bikram Chatterjee) নিয়ে। ‘ফাগুন বউ’, ‘ইচ্ছেনদী’, ‘সাত পাকে বাঁধা’ সহ নানান ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা।
প্রায় চার বছর আগে শেষবারের মতন তাঁকে দেখা গেছে ধারাবাহিকে। বর্তমানে তিনি কাজ করছেন ওয়েব সিরিজ এবং বড় পর্দায়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শেষ পাতা’। বর্তমানে ছোট পর্দা থেকে দূরত্ব বজায় রেখেই কাজ করছেন বিক্রম। হাজারো ভক্ত থাকলেও আর ছোট পর্দায় সেভাবে কাজ করার ইচ্ছে নেই জনপ্রিয় এই অভিনেতার।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম। সেখানেই তিনি জানিয়েছেন এই দূরত্বের কারণ। অভিনেতার কথায়, ‘টেলিভিশন আমায় অকল্পনীয় ভালবাসা দিয়েছে এটা একেবারেই ঠিক কথা। এমনকি টেলিভিশনে পারিশ্রমিকটাও অনেকটাই বেশি। আমি যদি বছরে তিনটেও ছবি করি তাতেও জীবন চালানো ভীষণ কঠিন ব্যাপার। তবে বড় পর্দায় কাজ করাটাই আমার প্যাশন’।
সিনেমায় মনোযোগ দিতে চাইলেও খুব একটা বেশি কাজ করতে দেখা যাচ্ছে না তাঁকে। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমি যে কোন সিনেমাতে কাজ করতে পছন্দ করি না। আর সে কারণেই অভিনয় জগতে আমার একটা দুর্নাম আছে। আমার খুব একটা বেশি পছন্দ না হলে আমি সেই চরিত্রে কাজ করি না’।
ছোটপর্দায় কি আর কোনদিনই ফিরবেন না বিক্রম? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেতা বলেন , ‘বর্তমানে একাধিক ছবির কাজ রয়েছে। সিরিয়ালে যদি কাজ করতে হয় তাহলে আমাকে মোটামুটি এক বছরের মত সময় দিতে হবে। যতক্ষণ না হাতের কাজগুলো গোছাতে পারছি ততক্ষণ আমি রাজি হতে পারব না। আপাতত এই কাজটাই আমি মন দিয়ে করতে চাই। ভবিষ্যতের কথা পরে চিন্তা করা যাবে’।