গতকালই মুক্তি পেয়েছে তিনটি বিগ বাজেট ছবি যথাক্রমে, বিক্রম, মেজর এবং সম্রাট পৃথ্বীরাজ। বলাইবাহুল্য জোরদার টক্কর চলছে ছবি তিনটির মধ্যে। অপরদিকে একই দিনে তিন তিনটি ছবি মুক্তি পাওয়ায় দর্শকমহলেও বেশ দ্বন্ধ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় প্রকাশ্যে এলো ছবি তিনটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন। চলুন দেখে নিই বিগ বাজেটের তিনটি ছবির মধ্যে কোনটি দর্শকদের মুগ্ধ করতে পারলো।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, রাজ কোমলের প্রযোজনায়, লোকেশ কানাগরাজ পরিচালিত, কমল হাসানের ছবি বিক্রম প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি আয় করেছে। অপরদিকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ। জানিয়ে রাখি ছবিটির প্রথম দিনের সংগ্রহ তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বচ্চন পান্ডে’এর থেকেও কম। স্বাভাবিক ভাবেই ছবিটি নির্মাতাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেই মনে করছেন সবাই। পৃথ্বীরাজের ক্ষেত্রে তার উদ্বোধনী দিনটি বেশ হতাশাজনক, ছবিটির মোট আয় ১০.৭০ কোটি টাকা। প্রসঙ্গত, পর্দায় পৃথ্বীরাজ চৌহনের বীরগাথা ফুটিয়ে তুলতে চলেছেন অক্ষয় কুমার। পৃথ্বীরাজের স্ত্রী রানি সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন মানুষী চিল্লার।
অপরদিকে আদিভি শেষ অভিনীত ‘মেজর’এর কথা বললে এই পৃথ্বীরাজের তুলনায় ভালো ফল করলেও এই ছবিটির কালেকশনও যথেষ্ট হতাশাজনক। ম মুম্বাই হামলায় শহীদ হওয়া মেজর সন্দীপ উন্নীকৃষ্ণনের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটির প্রথম দিনের সংগ্রহ ১৩.৪ কোটি টাকা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ ভালো ফল করেছে ছবিটি। এই প্রথম আদিভি অভিনীত কোনও ছবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ২ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিনেই এই অবস্থা থাকলে আগামী দিনে ছবিটির আয় আরও বাড়তে পারে বলেই আন্দাজ নির্মাতাদের।
আদিভি তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে উদ্বোধনী দিনের সংগ্রহের আনন্দ ভাগও করে নিয়েছেন অনুরাগীদের সাথে। প্রসঙ্গত এই ছবিতে, আদিবিকে মেজর সন্দীপ উন্নীকৃষ্ণনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে যিনি ২৬/১১ মুম্বাই হামলায় শহীদ হয়েছিলেন। শশী কিরণ টিক্কা পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। আদিবী শেশ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাই মাঞ্জরেকর এবং শোভিতা ধুলিপালা। উল্লেখ্য, সাই মাঞ্জরেকার মহেশ মাঞ্জরেকারের মেয়ে, যিনি সালমান খানের দাবাং 3 দিয়ে বলিউডে নিজের ডেবিউ করেছিলেন। আদিবি শেষের প্রথম দিনের আয় প্রকাশ্যে আসার পর বলা যায় সম্রাট পৃথ্বীরাজকে টেক্কা দিতে চলেছে ছবিটি। এরপর কী হবে, তা জানা যাবে সপ্তাহান্তে।