নিউজশর্ট ডেস্কঃ সোম থেকে শনি কাজের চেইপ নাজেহাল! তাই রবিবারের ছুটিতে চাই একটু রিলাক্সেশন। আপনার মনেও কি এই কথাই চলছে? অথচ একদিনের ছুটিতে কোথায় যাবেন বুঝতে পারছেন না! চিন্তা নেই আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেটা শহরের মাঝে হলেও শহর থেকে একেবারে দূরে। সবুজে ঘেরা গ্রাম্য প্রকৃতি, খোলা আকাশ আর সাথে এলাহী খাওয়াদাওয়া সব মিলিয়ে রোববারটা রাজার হালেই কাটিয়ে নিতে পারেন।
ভাবছেন শহরের কাছে এমন জায়গা কোথায়? উত্তর হল রুবির কাছেই পল্লী বাংলা রিসোর্ট। হ্যাঁ ঠিকই দেখছেন কলকাতা শহরের মাঝেই রয়েছে এক গ্রাম বাংলা থিমের রিসোর্ট যেখানে প্রিয়জনের সাথে কিংবা ফুল ফ্যামিলি গিয়ে একটা দিন দুর্দান্ত এনজয় করতে পারেন। কিভাবে যাবে? খরচ কত? সমস্ত তথ্যই রইল আজকের প্রতিবেদনে।
কিভাবে যাবেন পল্লী বাংলা রিসোর্ট?
আপনি যদি কলকাতাবাসী হন তাহলে মেট্রো ধরে রুবি স্টেশনে পৌঁছে যান। সেখান থেকে অটো করে কিষাণ মার্কেট পেরিয়েই পল্লী বাংলা রিসোর্ট। এক্ষেত্রে ১৫ টাকা ভাড়া লাগবে অটোর জন্য। তবে চাইলে প্রাইভেট গাড়িতেও অনায়াসেই চলে আসা যায় এখানে। কলকতার অনেক রিসোর্টেই বাড়ির পোষ্যদের প্রবেশ নিষেধ থাকে যেটা এখানে কিন্তু নেই, তাই আপনার প্রিয় পোষ্যকে সাথে নিয়েও আসতে পারবেন।
পল্লী বাংলা রিসোর্টে কি কি সুবিধা আছে
রিসোর্টের গেট পেরোলেই যেটা সবার আগে চোখে পড়বে সেটা হল কোথায় যেন উধাও হয়ে গিয়েছে কলকাতা শহর। চারিদিকে সবুজ, ফুল গাছ থেকে ফলের গাছ, পুকুর, চিলড্রেন্স এরিয়া, পল্লী বাংলা রেস্তোরা থেকে চাষের জমি সবই রয়েছে এই রিসোর্টে। এখানেই রয়েছে কটেজ রুম থেকে শুরু করে কাঠের তৈরী ডুপ্লেক্স রুম। কাঠের রুমের দোতলায় একপ্রকার ট্রি হাউস ফিলিং পাওয়া যেতেই পারে।
আরও পড়ুনঃ পাহাড়ের পাদদেশে সুন্দরী নদী, রইল দার্জিলিংয়ের কাছের এক অজানা অফবিট ডেস্টিনেশনের হদিশ
এখানে যদি আপনি একরাতের জন্য থাকতে চান তাহলে বিভিন্ন প্যাকেজ রয়েছে। এর মধ্যে একটি হল নরমাল কটেজ যেখানে খাওয়া ও থাকা মিলিয়ে ৩৩৬০ টাকা খরচ পড়বে। এটা একরাত্রি দুজনের জন্য। আর যদি আপনারা গ্রূপে আসেন সেক্ষেত্রে ডুপ্লেক্স কটেজে থাকতে পারেন। ৫ জনের জন্য থাকা খাওয়া মিলিয়ে খরচ হবে ৫০০০ টাকা। তবে খাবারের জন্য যে মেনু থাকবে সেটা ছাড়া আলাদা করে রেস্তোরা থেকে খাবার অর্ডার করা যেতেই পারে।