Arijit

ম্যাঞ্চেস্টার কেলেঙ্কারিতে ভিলেন কোহলি-শাস্ত্রী, সমস্ত দায় চাপিয়ে ক্ষোভ উগরে দিল বিসিসিআই

করোনা সংক্রমনের জেরে বাতিল হয়ে গিয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। আর ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে আলোড়ন পড়ে গিয়েছে। সকলে ভারত ইংল্যান্ড এর মধ্যে গুরুত্বপূর্ণ এই ম্যাচ বাতিল হওয়া নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে।

   

আর এই টেস্ট ম্যাচ বাতিল হওয়ার পরই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির দিকে অনেকে আঙ্গুল তুলতে শুরু করেছে।

বোর্ডের স্বাস্থ্য প্রটোকলের তোয়াক্কা না করেই ইংল্যান্ডে নিজের বই লঞ্চ করেছিলেন রবি শাস্ত্রী। আর এই বই লঞ্চ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা ছাড়াও বেশ কয়েকজন বাইরের অতিথি উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে উপস্থিত কারুর মধ্যে মাস্কের কোনও বালাই ছিল না। স্বাভাবিকভাবে এই অনুষ্ঠান থেকেই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে তা বলাই বাহুল্য।
তারপরই বিসিসিআইয়ের তোপের মুখে পড়তে হয়েছে রবি শাস্ত্রী এবং বিরাট কোহলিকে। এক বিসিসিআই কর্তা বিরাট কোহলিকে সরাসরি প্রশ্ন করেছে কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীনতার মত কাজ করতে পারে ভারতীয় দল!