দুর্গাপুরে একের পর এক বাসের ছাদে লাফিয়ে বেড়াচ্ছে স্পাইডারম্যান, তুমুল ভাইরাল ভিডিও

পৃথিবীটা নাকি ছোট হতে হতে, হ্যাঁ সত্যি পৃথিবীটা ছোট হয়ে গেছে, তবে বোকা বাক্সতে বন্দি হয়নি, হয়েছে মুঠোফোনে বন্দী। এই মুঠোফোন আমাদের দেয় অনাবিল আনন্দ। দেয় জ্ঞ্যান, দেয় শিক্ষা, দেয় যোগাযোগ মাধ্যমের সুবিধা। অবসর সময়ে আমরা বেশিরভাগ মানুষ ফেসবুকে ভিডিও দেখে সময় কাটাই। এই ভিডিও কখনো কখনো আমাদের কষ্ট দেয়, কখনও বা আনন্দ।

তেমনি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যা দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। ছোটবেলায় স্পাইডারম্যানের কথা বোধ হয় সকলেরই মনে আছে আমাদের। এই কাল্পনিক চরিত্রকে এবার বাস্তবের মাটিতে দেখতে পেল দুর্গাপুরের বাসিন্দারা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের উপর হেটে যাচ্ছে জীবিত স্পাইডারম্যান।

বাসের উপর দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি করছে সে। পাশ দিয়ে কোন বাস চলে গেলে লাফিয়ে অন্য বাসে চলে যাচ্ছে এই স্পাইডারম্যান। এই মজাদার স্পাইডারম্যানকে দেখে থমকে দাঁড়িয়ে পরছে সকলে। কেউ কেউ মুঠোফোনে বন্দী করছেন এই মুহূর্ত, কেউ আবার ভিডিও করে নিচ্ছেন যাতে বাড়িতে সকলকে দেখাতে পারেন এই মজাদার মুহূর্ত।

এই মজাদার ভিডিওটি দেখে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে মজার মজার কমেন্ট এসেছে কমেন্ট বক্সে। তবে এই নকল স্পাইডারম্যানের পরিচয় এখনো জানা যায়নি। খুব সম্ভবত যে সকল ব্যক্তিরা অন্নপ্রাশন অথবা জন্মদিন বাড়িতে গোপাল ভাঁড় অথবা চার্লি চ্যাপলিন সেজে ঘোরাফেরা করেন, তাদের মধ্যেই জনৈক ব্যক্তি হলেন তিনি। লকডাউনে কাজ হারিয়ে এই ভাবেই জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন এই নকল স্পাইডারম্যান, এমনটাই ধারণা করেছেন নেটিজেনরা।

Papiya Paul

X