Arijit

লর্ডস টেস্ট জিতে সৌরভ-ধোনিকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট

লর্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। আর এই ম্যাচে ইংল্যান্ডকে 151 রানে হারিয়ে বিরাট নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে তিনি টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলীকেও। টস ভাগ্য বিরাটের কোনদিনই ভালো নয়। বেশিরভাগ ম্যাচে টস করতে নেমে হারের মুখে পড়তে হয়েছে বিরাট কোহলিকে। যার জেরে বারবার সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। এইদিনও তেমনটাই হল। ফের টসে হার বিরাটের এবং সমস্যায় পড়ল টিম ইন্ডিয়া। তবে এই টস হারই বিরাটকে পৌঁছে দিল এক নতুন রেকর্ডের সামনে। টপকে গেলেন সৌরভ-ধোনিকে।

   

লর্ডসে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে করতে এসে ব্যাট করতে খুবই সুবিধা হয় ইংল্যান্ডের। যার ফলে প্রথম ইনিংসে ভারতকে 27 রানে লিড দেয় ইংল্যান্ড। অনেকে ধরেই নিয়েছিলেন এই ম্যাচে ভারতের হার নিশ্চিত। তবে ভারতীয় জোরে বোলারদের ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে 151 রানে এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ভারত।

আর এই জয়ের মধ্য দিয়েই সৌরভ-ধোনিকে টপকে গেলেন বিরাট। টসে হেরে ম্যাচে জয় পাওয়ার ফলে বিরাটের টস হারার পরেও 6 টি ম্যাচ জয় হয়ে গেল। অপরদিকে সৌরভ টসে হেরে পাঁচটি ম্যাচ জিতেছে এবং টসে হেরেও চারটি ম্যাচ জিতেছে ধোনি। অর্থাৎ এই জয়ের মধ্য দিয়ে ধোনি-সৌরভকে টপকে গেলেন বিরাট।