Papiya Paul

বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি, আসছে ভামিকার ছোট্ট খেলার সঙ্গী! শুভেচ্ছা ভক্তদের

নিউজশর্ট ডেস্কঃ ফের নতুন সুখবর দিতে চলেছেন বিরাট কোহলি(Virat Kohli) এবং অনুষ্কা শর্মা(Anushka Sharma)। মেয়ে ভামিকার বয়স ২ বছর হতে না হতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, অনুষ্কা শর্মা তিন মাসেরও বেশি সময় অন্তঃসত্ত্বা। বিগত কয়েক মাস ধরে তাকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। এমনকি বিরাট কোহলির ম্যাচ দেখতেও যাচ্ছে না তিনি।

   

তাই তার মা হওয়ার গুঞ্জন আরো বেশি করে প্রকাশ্যে এসেছে। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে বিরাট এবং অনুষ্কাকে দেখা গিয়েছে। সেইসময় পাপারাজিদের ছবি না প্রকাশ করার অনুরোধ করেন খোদ বিরাট কোহলি। পাশাপাশি তারা এটাও বলেন, খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুই ঘোষণা করবেন।

সূত্রের খবর অনুযায়ী, গত সন্তান জন্মের মতোই এবারেও সমস্ত কিছুই লোকচক্ষুর আড়ালে রাখতে চাইছেন দম্পতি। একেবারে শেষের দিকে নিজেদের প্রেগনেন্সির খবর শেয়ার করবেন তারা। এই বছর নিজেদের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে একদম ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল অনুষ্কাকে। লোকচক্ষুর আড়ালে এবং ক্যামেরা থেকে নিজেকে লুকাতেই এই পোশাক নির্বাচন করেছেন অভিনেত্রী।

২০২১ সালে জানুয়ারি মাসে প্রথম সন্তান ভামিকার জন্ম দেন অনুষ্কা। এবার তাদের পরিবারে আর এক নতুন অতিথি আসতে চলেছে। নতুন খেলার সঙ্গী পাবে ছোট্ট ভামিকা।