Arijit

ক্ষমতায় থাকাকালীন কুম্বলের সঙ্গে কোহলি যে অন্যায় করেছিলেন, সেটাই ফিরিয়ে দিল বিসিসিআই

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও ভারতের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিরাট কোহলিকে। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের নতুন নেতা হলেন রোহিত শর্মা। এমনটা নয় যে বিরাট কোহলি ওয়ানডে অধিনায়ক হিসেবে খারাপ পারফরম্যান্স করেছে বরং ধোনি, কপিল দেবের থেকেও ওয়ানডে অধিনায়ক হিসেবে যথেষ্ট সাফল্য রয়েছে বিরাট কোহলির। তার সত্ত্বেও বিরাট কোহলি কে সরিয়ে দেওয়া হল অধিনায়কত্ব থেকে।

   

হয়তো বিরাট অধিনায়ক হিসেবে দেশকে কোন আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন করতে পারেনি। তবে অধিনায়ক হিসেবে 95 টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে 65 টি ম্যাচে জয় তুলে নিয়েছে বিরাট কোহলি। জয়ের হার শতকরা 70 শতাংশেরও বেশি। এছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতে এসেছে বিরাট কোহলি।

বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অনেকেই তুলনা করেছেন ঠিক 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর যেভাবে বিরাট কোহলির নির্দেশে অনিল কুম্বলেকে ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার সঙ্গে। অনিল কুম্বলে একজন দুর্দান্ত কোচ ছিলেন। ভারতের কোচ হিসেবে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন তিনি কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কিছু ব্যক্তিগত খারাপ সম্পর্কের কারণে কোহলির নির্দেশে তখন অনিল কুম্বলেকে হেড কোচের পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। তার ঠিক 4 বছর পর কোহলির সঙ্গেও এমনই ঘটনা ঘটলো বলে মনে করছেন অনেকে।

অর্থাৎ ক্ষমতায় থাকাকালীন বিরাট কোহলি যেভাবে তার অপব্যবহার করে অনিল কুম্বলেকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, এখন বিসিসিআই সেটাই করল কোহলির সঙ্গে।