Arijit

টি২০-র পাশাপাশি ওয়ানডে অধিনায়কত্বও হারাতে চলেছেন কোহলি, উত্তাল ভারতীয় ক্রিকেট

এই টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ। এরপর আর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন না অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তিনি ঘোষণা করেছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল কোহলির পরিবর্তে কে হবেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক?

   

জানা গিয়েছে বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু ঘোষণা না করেনি বিসিসিআই।

শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নক আউট স্টেজে ওঠার আগেই ছিটকে যাওয়ার জন্যে পরোক্ষ ভাবে বিরাট কোহলিকেই দায়ী করছে বিসিসিআই। আর সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও হবে আলোচনা। আর সেই আলোচনার পরই জানা যাবে ভারতীয় দলে বিরাটের ভবিষ্যত।