Arijit

পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে এই দুর্দান্ত রেকর্ড করে বিশ্বক্রিকেটে আলোড়ন ফেলে দিলেন কোহলি

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। কানপুরে কোন রকমে দাঁতে দাঁত চেপে লড়াই করে নিজেদের হার বাঁচালেও মুম্বাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত। 372 রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নিল ভারত।

   

মুম্বাই দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজও জিতে নিল ভারত। চতুর্থ দিনের খেলা শুরু হতেই ম্যাচ বাঁচানো তো দূরের কথা ভারতীয় বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসর্মপন করল নিউজিল্যান্ড। হাতে 5 উইকেট থাকলেও মাত্র এক ঘণ্টার মধ্যে ম্যাচ হারলো নিউজিল্যান্ড।

আর এই জয়ের সঙ্গে সঙ্গেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই পঞ্চাশটি করে ম্যাচ জেতার এক অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই রেকর্ড ক্রিকেট বিশ্বে আর কোন ক্রিকেটারের নেই। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে 50 টি টেস্ট, 50 টি ওয়ানডে এবং 50 টি টি-টোয়েন্টি ম্যাচ জেতা হয়ে গেল বিরাট কোহলির।

বিরাট কোহলির এই সাফল্য একদিকে যেমন বিরাট কোহলি কত বড় ক্রিকেটার তার প্রমাণ দেয়। অপরদিকে বিশ্ব ক্রিকেটে ভারতের যে এক আলাদা দাপট রয়েছে সেটাও প্রমাণ করে।