দীর্ঘ দুই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে রান নেই। আর এত বড় একজন তারকা ক্রিকেটার ব্যাট হাতে ক্রমাগত রান না পাওয়ার কারণে কয়েক দিনের জন্য বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যান নি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকলেও অনেকে ভেবেছিলেন জিম্বাবুয়ে সফরে দেখা যাবে কোহলিকে। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল জিম্বাবুয়ে সফরেও বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।
তারপর থেকে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। সেটা হল দীর্ঘদিনের বিশ্রামে কোহলি, তাহলে ফের ভারতীয় দলের জার্সি গায়ে কবে দেখা যাবে বিরাট কোহলি কে? এবার সেই প্রশ্নের জবাব দিল বিসিসিআই।
বোর্ডের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, বিরাট নির্বাচকদের জানিয়েছেন যে তিনি এশিয়া কাপে খেলবেন।
উল্লেখ্য প্রথম সারির ক্রিকেটাররা এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আর বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁদের ছুটি দিয়েছে বোর্ড।