Arijit

টেস্ট সিরিজ জিততেই শাস্ত্রী-দ্রাবিড় তুলনা টেনে বিস্ফোরক বয়ান বিরাট কোহলির

ভারতীয় ক্রিকেটে এখন রবি শাস্ত্রী যুগ অতীত। বর্তমানে বিরাটদের নতুন হেডস্যার রাহুল দ্রাবিড়। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলে ফিরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দলে ফিরেই এই জয় খুবই আনন্দ দিয়েছে কোহলিকে।

   

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জয় কোহলির কাছে এখন অতীত। এখন কোহলির লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া অর্থাৎ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর। মুম্বাই টেস্টের পর কোহলি বলেন, “দক্ষিণ আফ্রিকায় আমাদের কাছে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা যে বিদেশের মাটিতে টেস্ট জিততে পারি সেটা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রমাণ দিয়েছে। এখন বিশ্বের যেকোনো প্রান্তে ম্যাচ জেতার আত্মবিশ্বাস রয়েছে আমাদের। দক্ষিণ আফ্রিকায় বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া।”

তারপরই প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী এবং বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের তুলনা প্রসঙ্গে কোহলি বলেন, ” আগের ম্যানেজমেন্ট দারুন কাজ করেছেন। এবার রাহুল ভাই এসেছে। তিনিও দারুন কাজ করেছেন। তবে দুজনের লক্ষ্য কিন্তু একই, সেটা হল ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই ভারতীয় ক্রিকেটের সেবা করার জন্য এসেছি।”
এছাড়া কোহলির মুখে ওয়াংখেড়ের পিচ প্রসঙ্গে বেশ প্রশংসা শোনা যায়। কোহলি বলেন কানপুরের থেকে মুম্বাইয়ের পিচ অনেক ভাল ছিল। এখানে স্পিনারদের পাশাপাশি পেসাররাও বেশ সুবিধা পেয়েছে।