Arijit

দ্বিতীয় ইনিংসে ২৯ রান করতে পারলেই শচীন, গাভাস্কারকে ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি

গতকাল থেকে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ছিটকে যাওয়া এই ম্যাচে ভারতীয় দলের রান করার ক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কাঁধে।

   

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে রেকর্ডের সামনে ছিলেন বিরাট। প্রয়োজন ছিল মাত্র ৪০ রান। সেটাই করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে দু’হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন তিনি। সুনীল গাওস্কর এবং সচিন তেন্ডুলকরের পর তিনিই প্রথম ব্যাটার, যিনি এই মাইলফলক ছুঁতে চলেছেন।

এই টেস্টের প্রথম ইনিংসে সেই রান করতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। মাত্র ১১ রান করেই থেমে গেলেন বিরাট কোহলি। ২৭টি টেস্টে ৪৮টি ইনিংস খেলে ৪৩.৫৫ গড়ে ১৯৬০ রান করেছেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ২০০০ রান করার জন্য কোহলির দরকার মাত্র ৪০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি শতরান রয়েছে বিরাটের।