Arijit

জল্পনার অবসান! টুইট করে সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করলেন বিরাট

বেশ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে জল্পনা চলছিল সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গ নিয়ে। বিভিন্ন ক্রিকেট সাইটে দাবি করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। এবার সেই জল্পনায় সত্যি হল।

   

টুইট করে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা নিজেই জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি এমনটাই জানিয়েছেন কোহলি।

টুইট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন দীর্ঘদিন ধরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রয়েছি আমি। তিনটি ফরমেটে অধিনায়ক এর এক বিরাট চাপ ছিল আমার ওপর, আমি সেই চাপ খুব ভালোভাবে উপভোগ করেছি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের ব্যাটিংয়ে আরও বেশি করে ফোকাস করার লক্ষ্যে আমি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাই। শুধুমাত্র ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করতে চাই। ইতিমধ্যেই আমি এই ব্যাপারে বিসিসিআই এর সঙ্গে কথা বলেছি।