Arijit

এই বিশেষ কারনে দ্বিতীয় টেস্টেও বাদ পড়লেন অশ্বিন, ব্যাখ্যা দিলেন বিরাট নিজেই

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্টে বাদ পড়েন তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুরের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল আরেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের। প্রায় সকলেই ধরে নিয়েছিলেন লর্ডস টেস্টে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। তবে সবাইকে অবাক করে এই টেস্টেও ভারতীয় দলে অশ্বিনকে নেওয়া হয়নি। শার্দুল ঠাকুরের পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পান সিনিয়র পেসার ইশান্ত শর্মা।

   

তবে কেন অশ্বিনকে নেওয়া হল না দ্বিতীয় টেস্টে? এর ব্যাখ্যা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই। টসের সময় তিনি জানিয়েছেন, ” পরিস্থিতির কথা মাথায় রেখে দল পরিচালন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রথমে 12 জনের দল ঘোষণা করেছিলাম। সেই দলে অবশ্যই অশ্বিন ছিল। তবে পিচ এবং পরিস্থিতি দেখার পর মনে হয় চতুর্থ জোরে বোলার খেলালে সেটা দলের জন্য ভালো হবে। তাই ইশান্তকে নেওয়া হয়।”

উল্লেখ্য, প্রথম ম্যাচেও নেওয়া হয়নি অশ্বিনকে। একজন স্পিন অলরাউন্ডার হিসেবে প্রথম ম্যাচে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ম্যাচেও সেই একই ধারা বজায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড একজন স্পিনার হিসেবে মঈন আলিকে খেলিয়েছে।