দুর্দান্ত ক্যামেরা থেকে ব্যাপক ব্যাটারি ব্যাকআপ, জবরদস্ত ফোন লঞ্চ করছে Vivo V30

নিউজশর্ট ডেস্কঃ Vivo V সিরিজের স্মার্টফোনগুলো(Smartphone) বর্তমানে বাজারে ব্যাপক জনপ্রিয়। এমনকি এই ফোনগুলোর ক্যামেরার সিস্টেম দেখে শুরু করে দুর্দান্ত স্পেসিফিকেশনের জন্য গ্রাহকদের কাছেও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আর এর জন্য এই সিরিজের একটার পর একটা ফোন বার করছে সংস্থা।

এবার এই সংস্থার তরফ থেকে নতুন Vivo V30 Lite নামক একটি নতুন মডেলের লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই ফোনটি সম্পর্কে বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি নতুন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, vivo সংস্থা খুব শীঘ্রই ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো-এর পাশাপাশি ভিভো ভি৩০ লাইট মডেলটিও লঞ্চ করার পরিকল্পনা শুরু করে দিয়েছে।

এই ফোনগুলির দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে – ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। এছাড়া ফোনটিতে ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর পাশাপাশি Vivo V29e-এ Qualcomm Snapdragon 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথেই থাকবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

এই ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করতে পারে। এটাও শোনা যাচ্ছে, গত অক্টোবরে লঞ্চ হওয়া ভিভো ভি২৯ই-এর গ্লোবাল ভার্সন হতে পারে এই নতুন ডিভাইস। এক্ষেত্রে ভিভো ভি৩০ লাইট ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ লম্বা ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে বলে মনে করা হচ্ছে। তবে একথা মনে রাখবেন, এই ডিভাইসের বিষয়ে সমস্ত তথ্যগুলি অফিশিয়াল নয়। তাই খবরের সত্যতা জানতে সংস্থার পক্ষ থেকে ঘোষণা আসার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।

Avatar

Papiya Paul

X