নিউজ শর্ট ডেস্ক: ভিভো এক্স৯০ সিরিজের ব্যাপক সাফল্যের পর এবার বাজার কাঁপাতে আসছে ভিভো এক্স১০০ (Vivo x100) সিরিজ। যা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতেও। সব ঠিক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসেই এই ফোন ভারতে আসবে। যদিও এই স্মার্টফোন (Smart Phone) ইতিমধ্যেই লঞ্চ হয়েছে চীনে। ১৪ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজ।
তবে ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ভারতে এই ফোন লঞ্চ নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দিনক্ষণ ঘোষণা করেনি ভিভো সংস্থা। ভিভো এক্স ১০০ এবং ভিভো এক্স ১০০ প্রো- এই দুই মডেলই আসবে ভারতে। সূত্রের খবর ভিভো এক্স১০০ সিরিজের ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি এক্সক্লুসিভ ফটোগ্রাফি ফিচার থাকবে, যার সাহায্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যালোকের র্যাডিয়েন্স ক্যামেরাবন্দি করা যাবে।
চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স ১০০ এবং ভিভো এক্স ১০০ প্রো- এই দুই ফোনেই অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4-এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির 8 LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিভো এক্স ১০০ সিরিজের ফোনে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে।
ভিভো এক্স১০০ সিরিজের দুটো ফোনেই রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ এবং ভিভোর ভি ৩ চিপ। ভিভো এক্স ১০০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে ভিভোএক্স ১০০ প্রো -তে রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন: মাত্র ২০০০ টাকায় ইনস্টল করুন এই মেশিন, বাড়ি বসেই রোজগার হবে লাখ লাখ টাকা
দাম কত?
চিনে ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম শুরু CNY ৪,৯৯৯ থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫৬,৫০০ টাকা। অন্যদিকে ভিভো এক্স১০০ ফোনের দাম শুরু হয়েছে CNY ৩,৯৯৯ থেকে যা ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা।
ভারতে লঞ্চ হয়েছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন আইকিউওও ১২ ৫জি। ভারতে লঞ্চ হওয়া এটিই একমাত্র মোবাইল যার কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর। অত্যাধুনিক প্রযুক্তির এই মোবাইলে একটি ৬০১০ বর্গ মিলিমিটারের ভেপাল কুলিং চেম্বার রয়েছে। যা আগের মডেলের তুলনায় প্রায় ৪০ শতাংশ বড়। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে।