নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া(Vodafone-Idea)। জিও এবং এয়ারটেলের(Airtel) সঙ্গে টেক্কা দিতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে এই কোম্পানির। তবুও দীর্ঘদিন ধরে লড়াই চালু রয়েছে। জিও(Jio) ইতিমধ্যেই ভারতের বৃহত্তম শহরে 5G পরিষেবা চালু করে দিয়েছে। কিন্তু ভোডাফোন-আইডিয়া(VI) এখনও বৃহৎ পরিসরে 5G চালু করতে পারেনি।
দেশের মাত্র কয়েকটি নির্বাচিত জায়গায় 5G পরিষেবা দিতে পারছে ভোডাফোন-আইডিয়া। তবে এবার এই সংস্থা কোন কোন স্মার্টফোনে এই নেটওয়ার্ক সাপোর্ট করতে পারবে তার একটি তালিকা প্রকাশ করেছে। সেই সঙ্গে ভারতের কোন এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে সেটিও জানানো হয়েছে। টেলকোটি এটাও জানিয়েছে যে ব্যবহারকারীরা ৪জি সিম ব্যবহার করছেন তাদের আর 5G সিম আপগ্রেট করার প্রয়োজন নেই। তবে একটা বিষয় মনে রাখতে হবে নির্বাচিত কিছু অঞ্চলের শুধুমাত্র রেজিস্টার্ড সিমগুলোই পরিষেবা পাবে।
এবার জেনে নেওয়া যাক Vodafone Idea-র 5G প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান:
যে সকল প্রিপেড প্ল্যান ব্যবহারকারী গ্রাহকেরা 5G ব্যবহার করতে চান তাদেরকে ৪৭৫ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। আর পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য REDX-এর ১,১০১ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা আছে কিনা তা এখনও স্পষ্ট করে জানায়নি ভিআই।
তবে আরেকটা জিনিস অবশ্যই বলে রাখতে হবে যে 5G ইন্টারনেট ব্যবহার করার জন্য গ্রাহককে অবশ্যই একটি 5G স্মার্টফোন ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: রোজ ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং, Jio, Airtel, BSNL, VI ১৯৯ টাকার প্ল্যানে কে সেরা?
Vodafone Idea 5G কোন কোন জায়গায় পাওয়া যাবে?
বর্তমানে Vodafone Idea-এর 5G পরিষেবা মহারাষ্ট্রের পুনে (শিবাজি নগর) এবং দিল্লির ইন্ডিয়া গেট/প্রগতি ময়দানের নির্বাচিত এলাকায় পাওয়া যাবে।
এছাড়াও, টেলকোটি ২৬ জিগাহার্টজ 5G ব্যান্ড সহ কিছু জায়গার কথা জানিয়েছে। এই জায়গাগুলি হল-
দিল্লির ওখলা ইন্ড, এরিয়া-পিএইচ ২ এবং এবং ডি-২৭, ইনার সার্কেল, কনট প্লেস, এছাড়া মহারাষ্ট্রের পুনের ভূতে পাটিল ভার্টেক্স, ঘোলে রোড এবং ওমকার, শিরোলে রোড, শিবাজি নগর।