নিউজশর্ট ডেস্কঃ ভারতের মুকুটে এবার জুড়তে চলেছে নতুন পালক। পর্যটন ক্ষেত্রেও বিরাট নজির গড়তে চলেছে ভারতবর্ষ। এমনিতেও বর্তমানে ভারত একের পর এক দুঃসাধ্য সাধন করেই চলেছে। এবার এমনই এক নতুন কাজ হতে চলেছে। উত্তরপ্রদেশের বৃন্দাবনে(Vrindavan) তৈরি হতে চলেছে বৃন্দাবন হেরিটেজ টাওয়ার। প্রায় ৭০ তলা আকাশছোঁয়া এই মন্দির তৈরি হবে।
ইতিমধ্যে মন্দির তৈরির বিষয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতের অন্যতম তীর্থস্থান হিসেবে এই মন্দির পরিচিত হবে। আর এমন মন্দির তৈরি হলে তা পর্যটন ক্ষেত্রকেও অনেক উন্নত করতে সহায়তা করবে। এই মন্দিরটি কিভাবে তৈরি করা হবে সেই বিষয়ে দাসা জানিয়েছেন যে অষ্টভুজাকৃতির কাঠামো দিয়ে তৈরি হবে এই মন্দির। যে মন্দির উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিক থেকে পরিবেষ্টিত থাকবে।
আর সেটির মাঝখান থেকেই ৭০ তলা আকাশছোঁয়া মন্দির তৈরি হবে। এই মন্দিরের থাকার জন্য আরামদায়ক সুবিধাও থাকবে। এর পাশাপাশি মাল্টিলেভেল পার্কিং সহ ৩০০০ গাড়ি পার্কিং-এর ব্যবস্থা থাকবে।
খরচ কত হবে? ৭০ তলা অর্থাৎ ২১০ মিটার চওড়া এই মন্দির তৈরি করতে প্রায় ৬৬৮ কোটি টাকা খরচ হবে। বৃন্দাবনের পর্যটক সংখ্যা বাড়ানোর জন্যই এই পরিকল্পনা গ্রহণ করেছেন ইসকন কর্মকর্তারা। তাদের অনুমান এই মন্দির তৈরি করার ফলে বৃন্দাবনে আরো ২০ মিলিয়ন ভক্তের সমাগম ঘটবে। এটি আগামী ১০ বছরের মধ্যে ৫ গুণ বৃদ্ধি পেয়ে ১০০ মিলিয়নে পৌঁছাতে পারে।
এই মন্দির সম্পর্কে ইসকন ব্যাঙ্গালোরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চঞ্চলপতি দাসা জানিয়েছেন যে পর্যটন দুনিয়ার এবং সামাজিক উন্নয়ন বৃদ্ধি করার জন্য এই মন্দির তৈরীর পরিকল্পনা করা রয়েছে ইসকনের কর্মকর্তারা। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে বলেছেন যে কোন বিদেশী ব্যক্তি যখন ভারতে ভ্রমণ করতে আসেন এবং তারা ভারতে আধ্যাত্মিকতার খোঁজ করেন। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশীদের ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জানার জন্য আগ্রহ বাড়াতে এবং বিভিন্ন ঐতিহ্যগত উন্নয়নের কথা বলা হয়েছে। এটি আমেরিকা ও অন্যান্য দেশের মানুষদের ভারতে ভ্রমণের ক্ষেত্রে উৎসাহ বাড়াবে।