একসময় ভারতীয় দলে নিয়মিত সদস্য হলেও এবারের আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তারপর থেকে ভারতীয় দলে ডাক পাচ্ছেন না তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আর সেই কারণে এবার ছন্দে ফিরতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলায় যোগদান করলেন ওয়াশিংটন সুন্দর।
চেতেশ্বর পুজারা, উমেশ যাদবের পরে এ বার ওয়াশিংটন সুন্দর। ভারতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকেই ভরসা করেছেন ভারতীয় অলরাউন্ডার।
কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের যোগদান করেছেন ওয়াশিংটন সুন্দর। এই ল্যাঙ্কাশায়ারের হয়েই খেলেন ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসন। আর সাজঘরে জেমস অ্যান্ডারসনের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ওয়াশিংটন। ইংল্যান্ডের হয়ে লাল বলের ক্রিকেটে ৬৫৭ উইকেট নেওয়া অ্যান্ডারসনের কাছ থেকে শিখতে চান ওয়াশিংটন। তিনি বলেছেন, ‘‘অ্যান্ডারসন এক জন কিংবদন্তি। এত বছর ধরে একই ছন্দে ও খেলছে। ওর কাছে অনেক কিছু শেখার আছে। আশা করি কাউন্টি খেলে ক্রিকেটার হিসাবে আরও পরিণত হব।’’