Arijit

ভারতীয় ক্রিকেটের আগামী সুপারস্টার এই তরুণ ক্রিকেটার, বড় বয়ান ওয়াসিম জাফরের

চলতি আইপিএল দুর্দান্ত শুরু করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। আর গুজরাটের সাফল্যের পেছনে অন্যতম বড় অবদান শুভমান গিল। মরশুমের প্রথম ম্যাচ থেকে শুভমান গিল যেভাবে ব্যাটিং করছে তাতে তার ভেতরে রানের খিদে স্পষ্ট বোঝা যাচ্ছে।

   

দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে গুজরাটের দ্বিতীয় ম্যাচে মাত্র 46 বলে 84 রান করেন গিল। এটাই গিলের আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। গিলের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও সে ভাবে প্রথম একাদশে নিজের জায়গা করে নিতে পারছিলেন না গিল।

এবার আইপিএলে গিলের এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখে তাকে নিয়ে বিরাট বয়ান দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। ওয়াসিম জাফর বলেন, ” শুভমান গিল একজন দুর্দান্ত ব্যাটসম্যান। যে বলে যে ভাবে খেলতে হয় ও সঠিক অপশনটি বেছে নিয়েছে। এই আইপিএল এর গুরুত্ব ওর কাছে অপরিসীম। কারণ এখান থেকে ভারতীয় দলের সম্পূর্ণ দরজার ও কাছে খুলে যেতে পারে। এই মরশুমে 500-600 রান করতে পারলেই ও সব ফর্ম্যাটের ক্রিকেটে সিনিয়র দলের হয়ে নিয়মিত খেলার জায়গায় চলে আসবে।’