নিউজশর্ট ডেস্কঃ যেকোনো নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো রেশন কার্ড(Ration Card)। কারণ এই রেশন কার্ডের মাধ্যমে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয় সরকারের তরফ থেকে। রেশন ব্যবস্থার মাধ্যমে অনেক সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে যান সাধারণ নাগরিকেরা। এখন বর্তমানে এই রেশন ব্যবস্থাতে সম্পূর্ণ বিনামূল্যেও খাদ্য সামগ্রী পাওয়া যায়।
তবে এই রেশন ব্যবস্থা এবং রেশন কার্ড সংক্রান্ত ক্ষেত্রে কোন রকমের পরিবর্তন আনলেই হইচই পড়ে যায় সাধারণ নাগরিকদের মধ্যে। মার্চ থেকে এপ্রিল মাসের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে খাদ্য সামগ্রীতে বদল আনা হয়েছে। মূলত রমজান মাসের কথা মাথায় রেখে এই বদল এনেছে পশ্চিমবঙ্গ সরকার।
আর এই নতুন সিদ্ধান্তের ফলে আরো বেশি সুবিধা পাবেন উপভোক্তারা। কারণ সরকারের তরফ থেকে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়া হবে। তবে এই সুবিধা সমস্ত উপভোক্তারা পাবেন না বলেও জানানো হয়েছে। রমজান মাস উপলক্ষে বাড়তি যে প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেটি মিলবে ১১ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত। এই প্যাকেজটির নাম দেওয়া হয়েছে ‘রমজান বিশেষ প্যাকেজ’।
আরও পড়ুন: Ration Card: আর কোনো কারচুপি নয়, এবার চালাকি করলেই বাতিল লাইসেন্স! বড় উদ্যোগ কেন্দ্রের
রাজ্য সরকারের ঘোষণা থেকে জানা গিয়েছে অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজে পরিবার পিছু ৩২ টাকা কিলো দরে এক কেজি চিনি পাওয়া যাবে। এর সাথে ভর্তুকিযুক্ত চিনির পাশাপাশি ভর্তুকিযুক্ত ছোলা মিলবে। এক কেজি ছোলার জন্য উপভোক্তাদের খরচ করতে হবে ৬২ টাকা।
প্রত্যেক পরিবারকে এক কেজি করে ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে ২৬ টাকা কিলো দরে এক কেজি করে ভর্তুকিযুক্ত ময়দা দেওয়ার ঘোষণাও করা হয়েছে। এই রমজান বিশেষ প্যাকেজের ক্ষেত্রে উপভোক্তাদের আলাদা করে কিছু করতে হবে না। তারা তাদের রেশন কার্ডের ভিত্তিতে এই সুবিধা পেয়ে যাবেন।