চাকরির খবর,সরকারি চাকরি,পশ্চিমবঙ্গ সরকার,Jobs Opportunity,Govt Job,West Bengal Government

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ! মহিলা ও পুরুষ উভয়েই করতে পারবেন আবেদন

চাকরির সুযোগ। আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য সরকারি চাকরির সুযোগ। প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি। জেনে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গ সরকার মহিলা ও পুরুষ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পোস্টের জন্য আবেদনের বিজ্ঞপ্তি জারি শুরু হয়েছে ২৯ মে থেকে। এখানে আবেদনের শেষ তারিখ ২৭ জুন। যারা যারা আবেদন করতে চান তারা পুলিশ নিয়োগ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক, এই চাকরির সম্পর্কে খুঁটিনাটি-

শূন্য পদের সংখ্যা –

মোট শূন্য পদের সংখ্যা – ১৬৬৬টি
পুরুষ কনস্টেবল – ১৪১০ টি
মহিলা কনস্টেবল – ২৫৬ টি

বয়স –

পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই আবেদনকারীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

যোগ্যতা –

এক্ষেত্রে প্রার্থীকে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক বা তার সমতুল অন্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন-

এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত (গ্রেড পে – ৬) বেতন পাবেন।

নির্বাচন পদ্ধতি –

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হচ্ছেন তারা শারীরিক মাপজোখের পরীক্ষায় সুযোগ পাবেন। এরপর দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই তিনটে পরীক্ষায় উত্তীর্ণ হলেই হাতে পাবেন সরকারি চাকরির নিয়োগ পত্র।

আবেদন ফি –

সাধারণ ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ১৭০ টাকা।
এসসি এবং এসটি প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ২০ টাকা।

Avatar

Papiya Paul

X