WBCHSE new guideline regarding Higher Secondary Answersheet

পাল্টে গেল উচ্চমাধ্যমিকের খাতায় উত্তর লেখার নিয়ম, না মানলেই খাতা বাতিল হবে জানাল শিক্ষা সংসদ

নিউজশর্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। সম্প্রতি আসন্ন HS পরীক্ষার গাইডলাইন প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে উত্তরপত্রে কি লেখা যাবে আর কি লেখা যাবে না সেটা স্পষ্ট জন্যে দেওয়া হয়েছে। এর অন্যথা হলেই খাতা বাতিল বলে গণ্য করা হবে। এমনকি কিছু ক্ষেত্রে সম্পূর্ণ পরীক্ষায় বাতিল করে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে নতুন নির্দেশে। আজকের প্রতিবেদনে এই নির্দেশিকা সম্পর্কেই আলোকনা করা হল।

যারা আগামী বছর উচ্চ মধ্যিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্যই প্রকাশিত হয়েছে সংসদের ২৫ দফার গাইডলাইন। যেটা প্রশ্নের উত্তর লেখার সময় খেয়াল রাখতেই হবে। নাহলে সোজা বাতিল করা হবে খাতা। কি সেই নিয়ম? চলুন দেখে নেওয়া যাক।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর লেখার নিয়ম

সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা নিয়ম গুলি হলঃ

  • পরীক্ষার্থীর নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে চলবে না
  • পরীক্ষার্থী উত্তরপত্র নিয়ে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোতে পারবে না। যদি বেরোয় তাহলে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।
  • খাতার মধ্যে যদি কোনো টাকা পাওয়া যায় তাহলে সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
  • উত্তর লেখার খাতায় যদি কোনো অশ্লীল কথাবার্তা বা রাজনৈতিক স্লোগানের উল্লেখ থাকে তাহলেও পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি সম্পূর্ণ পরীক্ষাটাই বাতিল করে দেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ পড়ুয়াদের জন্য সুখবর! বিশ্ববীণা স্কলারশিপে পাবে ১২,০০০ টাকা, রইল আবেদন পদ্ধতি

নতুন নিয়ম নিয়ে কি বললেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি

এদিন সভাপতি চিরঞ্জীব জানান, আগেও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছিল কোনো অশ্লীল কথাবার্তা বা রাজনৈতিক স্লোগান যদি পরীক্ষার উত্তরপত্রে পাওয়া যায় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর জন্য একটা স্পেশাল কমিটি তৈরী করা হবে। সেই কমিটিই পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে শুধুমাত্র সেই পরীক্ষা বাতিল হবে নাকি একেবারেই গোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

উচ্চ শিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Official Notice

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X