Tollywood,Entertainment,Gossip,Controversy,Bollywood,Ram Charan Teja,টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,রাম চরণ তেজা,বলিউড

‘বলিউড-টলিউড সব তকমা শেষ করার সময় এসেছে’, ইন্ডাস্ট্রি নিয়ে বিষ্ফোরক মন্তব্য রামচরণের

চলতি বছরের প্রথম ব্লকবাস্টার ছিল ‘আর আর আর’ (RRR)। ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলির তরফে দর্শকদের জন্য উপহার দেওয়া হয়েছিল আরো এক লার্জার দ্যান লাইফ ছবির। ভারতীয় বক্স অফিসে ব্লকবাস্টার হিট এবং সারা বিশ্বে ১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল আর আর আর এর ব্যবসার অঙ্ক।

প্রসঙ্গত, মেগা বাজেটের এই ছবিতে অভিনয় করেছিলেন রাম চরণ তেজা, জুনিয়র এনটিয়র, আলিয়া ভাট। কিছুদিনের মধ্যেই এর সিক্যুয়েলও আনতে চলেছেন রাজামৌলি‌। যদিও সেসব কিছুই এখন প্রাথমিক স্তরে তবে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

এখানে বলে রাখি, ২০১৩ সালে ‘জঞ্জির’ দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল দক্ষিণী অভিনেতার। কিন্তু রাম চরণ, প্রিয়ঙ্কা চোপড়ার মতো তারকাদের নিয়ে তৈরি ছবির ভাঁড়ার থেকে গিয়েছিল ফাঁকা। এরপর আর কোনো হিন্দি ছবিতে দেখা যায়নি রাম চরণকে।

Tollywood,Entertainment,Gossip,Controversy,Bollywood,Ram Charan Teja,টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,রাম চরণ তেজা,বলিউড

এতদিন কি সচেতনভাবেই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি! এর আগে এক ইন্টারভিউতে তিনি বলেন, সঠিক ছবি বাছাই করা খুব জরুরি। ভাল সুযোগ এলে তবেই তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি আরো বলেন, ‘এই ছবি যতটা তেলুগু, ততটাই হিন্দি ভাষারও। বলা যায়, ছবিটি সর্বভারতীয়।’

তবে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়ে আরো বড় বয়ান দিলেন তিনি। রামচরণ বলেন এবার সময় এসেছে বলিউড বা টলিউড তকমা থেকে মুক্তি পাওয়ার। তিনি তার সমস্ত সহকর্মীদেরও এই বিষয়ে আগুয়ান হতে আহ্বান জানান। অভিনেতার মতে এবার দেশে একটাই ইন্ডাস্ট্রি থাকা উচিত আর সেটা হল ‘ভারতীয় ইন্ডাস্ট্রি’।

এছাড়াও তিনি আঞ্চলিক চলচ্চিত্রের হিন্দি রিমেকের প্রবণতা সম্পর্কে বলেন যে ‘এই মডেলটি আর বেশি দিন চলবেনা। কারণ দর্শকরা যখন একবার OTT প্ল্যাটফর্মে অরিজিনালটি দেখে ফেলেছেন তখন আর রিমেক চলবেনা। এটি রিমেকের ব্যবসাকে প্রভাবিত করে।’

Avatar

Moumita

X