শুরু হয়ে গেছে তান্ডব, তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে এই জেলাগুলিতে, জারি অরেঞ্জ অ্যালার্ট

নিউজশর্ট ডেস্কঃ গতকাল রাতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। তাই আজ সকাল থেকেই মনমরা হয়ে রয়েছে আকাশ। এদিকে আজকে সন্ধ্যের পর থেকেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলাতে। আবহাওয়ার পূর্বাভাস(Weather Forecast) অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মালদাহ, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সতর্কতা থাকছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ থেকে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুধু শনিবার নয় আগামীকালও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে জারি হয়েছে অরেঞ্জ এলার্ট। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কলকাতা সহ আশেপাশে এলাকাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা পরিবর্তনের কোন পূর্বাভাস মিলবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও আগামীকাল কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘেই ঢাকা থাকবে।

 

এদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে আজ সন্ধের দিকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

Avatar

Papiya Paul

X