নিউজশর্ট ডেস্কঃ Weather Forecast In West Bengal: বৃষ্টি চলছেই, কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে এরকম আবহাওয়ার চরম খামখেয়ালিপনা চলছে। এই নিম্নচাপের জেরে আজকে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে(South Bengal) এইরকম আবহাওয়া জারি থাকবে।
আজকেও সকাল থেকেই আকাশের মুখ মেঘলা। আজকে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এর সাথেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস(Weather Office)। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই ভোরবেলা থেকে দক্ষিণের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। তবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টির জেরে তাপমাত্রা ও কিছুটা কম হবে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজকে।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে এতদিন কম বৃষ্টি হলেও গতকাল রাত থেকে আবার বৃষ্টি বিক্ষিপ্তভাবে। আবহাওয়ার খামখেয়ালীপনার জন্য এরকম বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি বেশি থাকবে।
আজকে কলকতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান থাকবে ৯০ শতাংশের কাছাকাছি। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কলকাতা সহ আশেপাশের অঞ্চলগুলোতে। তাই বাইরে বেরোলে নিজের সুবিধার জন্য অবশ্যই ছাতা কাছে রাখুন।