পার্থ মান্নাঃ বর্ষার মাস চলে গেলেও এখনও বৃষ্টি বিদায় নেয়নি। ইতিমধ্যেই Indian Meteorological Department জানিয়েছে যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির হয়েছে। যেটা আগামীতে আরও অগ্রসর হয় দক্ষিণ বঙ্গপোসাগরের দিকে আসবে। সেটা হলে তামিলনাড়ু, পুদুচেরি থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, করো ও কর্নাটকে ব্যাপক বৃষ্টি ও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে।
অবশ্য পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে, নিম্নচাপ উপকূলের জেলাগুলিতে আছড়ে পড়লে দক্ষিণের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি আজ অর্থাৎ মঙ্গলবারও বিকলের পর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাগুলিতে।
এদিকে শনিবারের পর রবিবার থেকে আবহাওয়া উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, মৌসম ভবনের মতে আগামী ২০ই অক্টোবর ঘূর্ণাবর্ত তৈরী হবে। যেটা শক্তি বাড়িয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সীমানায় আছড়ে পড়তে পারে। এই সময় ৮৫-১০০ কিমি বেগে হাওয়া বইতে পারে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকছে। এখন আগামী দিনে বাস্তবে কি হতে চলেছে সেটাই দেখার।