নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র দু’দিন পর বড়দিন। তবে এবছর বড়দিনে শীতের আমেজ সেভাবে পাবেন না রাজ্যবাসী। এর কারণ তাপমাত্রা কমার বদলে উল্টে বেড়ে গিয়েছে। আর এতেই মন খারাপ হয়েছে রাজ্যবাসীর। কয়েকদিন আগে পর্যন্ত ভোরবেলা ঘর থেকে বেরোনো যাচ্ছিল না। সকাল দশটা পর্যন্ত বাইরে বেরোলে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু গত দুদিন ধরে সেসব অতীত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায়(Kolkata) তাপমাত্রা বেড়েছে। আগামী শনি ও রবিবার রাজ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরো বাড়বে। বড়দিনে এবার জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গ(South Bengal) আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গেও তাপমাত্রা ক্রমশ বাড়বে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে। ফলে পূবালী হাওয়ায় দাপট আরো বাড়বে। উত্তর-পশ্চিমে হাওয়ার প্রভাব কমবে। শনিবার থেকে তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরে বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও আবার আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের দিকেও তাপমাত্রা ক্রমশ বাড়বে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা একই রকম থাকবে। পাহাড়ে এখন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। চলুন তাহলে আজকে কলকাতা শহরের আবাহাওয়া কেমন থাকবে জেনে নেওয়া যাক।
কলকাতায় আজ সকাল থেকেই তাপমাত্রা অনেকটাই বেশি। সকালে আকাশ পরিস্কার রয়েছে তবে বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আছে। সকালে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি থাকবে। আর বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিবার ৪৯ থেকে ৯৩% পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।