South Bengal

South Bengal: শীত উধাও! কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, অ্যালার্ট জারি

নিউজশর্ট ডেস্কঃ বড়দিন আসার আগেই গায়েব হয়ে গিয়েছে ঠান্ডা। আবহাওয়া দপ্তরের(Weather Office) পূর্বাভাস হুবহু মিলেও গিয়েছে। এই বছর বড়দিনের আগে কনকনে ঠান্ডার পরিবর্তে গরম অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। এদিকে আজ সকাল থেকেই কুয়াশায় ঢেকে গিয়েছে কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের(South Bengal) একের পর এক জেলা।

আকাশে রোদের সেভাবে দেখা নেই আকাশ জুড়ে মেঘলা পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের আবহাওয়ার এই পরিস্থিতি দেখে সকলের মনে একটাই প্রশ্ন বড়দিনে তাহলে কি পুরোপুরি ঠান্ডা চলে যাবে বাংলা থেকে? আবার অনেকের মনে এই মেঘলা আবহাওয়া দেখে প্রশ্ন জাগছে তাহলে কি এই ডিসেম্বরে আবার বৃষ্টির হাতছানি?

এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা। আর এই দুটোর জন্যই বাংলার আবহাওয়ার বিরাট বদল ঘটেছে। ঠান্ডা বেড়ে যাওয়ার বদলে ঠান্ডা যেন প্রতিদিন কমতে শুরু করেছে। আর ঠান্ডা চলে যাবার জন্যেই মন খারাপ হয়েছে রাজ্যবাসীর।

Weather Update

আরও পড়ুন: Travel: রহস্যে ঘেরা পাহাড়ি গ্রাম, ২০২৪-র শুরুতে ঘুরে আসুন এই অজানা লোকেশন থেকে

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ রবিবার বাংলার পাঁচটি জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী দুদিন কলকাতা শহরের আকাশ মেঘে আচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। আজকে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮° সেন্টিগ্রেটের মধ্যে থাকতে পারে।

আজ মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘন্টা সিকিমে বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Avatar

Papiya Paul

X