Papiya Paul

ঠিক যেন বলিউডের ‘সিংঘম’, বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্টের জীবন নিয়ে তৈরী হচ্ছে সিনেমা

বর্তমান সময়ে সিনেমার কাহিনীর ব্যাপক রদবদল ঘটেছে। এখন দর্শকদের কাছে কনটেন্ট সবথেকে বেশি প্রাধান্য পায়। আর তাই নিত্যনতুন কনসেপ্টের ওপর কন্টেন্ট বা চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। কিছুদিন আগেই এমএক্স প্লেয়ারে (MX Player) একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল। যার নাম ‘ভাউকাল ২(Bhaukal 2)’, এই ওয়েব সিরিজে প্রত্যেকটি অভিনেতাদের দুর্দান্ত অভিনয় তার সাথে চিত্রনাট্য দুটোই ভালো লেগেছিল দর্শকদের। এই ওয়েব সিরিজটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে।

   

পশ্চিম উত্তরপ্রদেশের মুজাফফরনগরকে একসময় ‘উত্তরপ্রদেশের অপরাধের রাজধানী’ বলা হত। এখানে একটার পর একটা ভয়ঙ্কর অপরাধ মূলক ঘটনা ঘটতো। দুই তিনটি দল মিলে জনগণের জীবনযাত্রা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। প্রতিদিনই খুন, ধর্ষণ, অপহরণ নানারকম অপরাধমূলক কান্ড ঘটনা সামনে আসতে। এই শহরে একজন আইপিএস অফিসার এসেছিলেন যিনি মাত্র ১৫ মাস এই শহরের চিত্র পুরো বদলে দিয়েছিলেন।

ঠিক সিনেমার পর্দার হিরোদের মত। এনার নাম নবনীত সেকেরা। তিনি এই শহরে এসে একটি দল তৈরি করেন এবং তারপরেই এখানে সব অপরাধ নির্মূল করার চেষ্টা করেন। এখানে নবনীতের ভূমিকায় অভিনয় করেছিলেন টিভি অভিনেতা মোহিত রায়না। এই ওয়েব সিরিজে নবনীতের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। বর্তমানে এনকাউন্টার বিশেষজ্ঞ নবনীত সেকেরা লখনৌ শহরের আইজি হিসেবে কর্মরত। তিনি ইটা জেলার একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

খুব কষ্ট করে তার দিনযাপন হয়েছিল। বড় হবার পর পুলিশ অফিসার হবার জন্য তিনি কঠিন পরিশ্রম করতে থাকেন। তার বাবার সাথে একটি দুর্ভাগ্যজনক ঘটনা তাকে পুলিশের চাকরিতে যোগদান করতে আরো বেশি প্ররোচিত করেছিল। পুলিশ হলেও তিনি কিন্তু আইআইটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক হয়েছিলেন।