নিউজশর্ট ডেস্কঃ এখন সিনেমার সাথেই ওয়েব সিরিজের(Web Series) রমরমা চলছে মার্কেটে। বলা যেতে পারে, সিনেমা থেকে ওয়েব সিরিজের জনপ্রিয়তা অনেক বেশি। বাড়িতে বসে ওটিটি(OTT) মাধ্যমে দুর্দান্ত সব ওয়েব সিরিজ দেখছেন দর্শকেরা। তেমনি একটি জনপ্রিয় ওয়েব সিরিজ হলো ‘পঞ্চায়েত'(Panchayat)। উত্তরপ্রদেশের এক অচেনা গ্রাম ফুলেরা, সেখানের গ্রাম্য চিত্র, মানুষের জীবনধারা, পঞ্চায়েত প্রধানদের আসল চরিত্র, শহরের মেধাবী ছাত্রের মহাসচিব হয়ে আসার কাহিনী নিয়েই গড়ে উঠেছে এই সিরিজের গল্প।
এখানে অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এক কথায় বলা যায়, প্রত্যেকটি চরিত্রই নিজেদের সেরাটুকু দিয়েছেন। তাই কাকে ছেড়ে কাকে প্রশংসা করবে। বিশেষ করে অভিষেক ত্রিপাঠি ওরফে পঞ্চায়েত সচিবের চরিত্রে অভিনয় করে জিতেন্দ্র কুমার(Jitendra Kumar) জনপ্রিয়তা পেয়েছেন। নিনা গুপ্তা, রঘুবির যাদব প্রত্যেকেই যেন ১০০ তে ১০০।
এখানে প্রথম ভাগে দেখানো হয়েছে, অভিষেক ত্রিপাঠি ইঞ্জিনিয়ারিং পাশ করেও রেজাল্ট-এ কম নাম্বার পাবার জন্য ভালো চাকরি পাননি। তাই শেষমেষ এই অদূর গ্রামে মহাসচিব হয়ে কাজে লেগে পড়েন তিনি। নতুন এই কাজ এবং অচেনা গ্রামে এসে একেবারে ফেঁসে যান তিনি। কিন্তু তবুও ভালো চাকরির আশায় এখানে এসেও এমবি-এর প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও অনেক চেষ্টার পরেও তিনি সফল হতে পারেন না।
তবে দ্বিতীয় সিজনে দেখানো হয়েছে, ধীরে ধীরে এই গ্রামকে ভালোবেসে ফেলেন গল্পের নায়ক। যে মানুষগুলিকে একসময় তিনি সহ্য করতে পারতেন না সেই মানুষগুলি তার কাছে প্রিয় মানুষ হয়ে উঠেছেন। এই দ্বিতীয় ভাগ এসেই পঞ্চায়েত প্রধানের মেয়ের সঙ্গে অভিষেকের আলাপ হয় এবং গড়ে ওঠে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে এবার কি প্রেমে পৌঁছাবে সম্পর্ক? সেটা জানার জন্য অপেক্ষা করছেন দর্শকেরা।
আর এবার পঞ্চায়েতের তৃতীয় সিরিজ নিয়ে মুখ খুলেছেন গল্পের অন্যতম জনপ্রিয় চরিত্র বিকাশ ওরফে চন্দন রায়। তিনি জানিয়েছেন যে ‘পঞ্চায়েত থ্রি’ জানুয়ারির শেষের দিকে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আটটি পর্বের মধ্যে পাঁচটি পর্বের শুটিং শেষ হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।