Indian Railways

Indian Railways: এবার কমবে ভিড়, বাংলায় চালু হল আরও একটি নতুন ট্রেন! জানেন কোন রুটে চলবে?

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) হল আমাদের দেশের সবচেয়ে বেশি ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম। খুব কম খরচে অল্প সময়ের মধ্যেই দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সকলেই চোখ বুজে ভরসা করে থাকেন ভারতীয় রেলের উপর। তাই প্রতিদিন নিশ্চিন্তে লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে (Train) চেপেই এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে পারেন।

এই কারণেই ভারতীয় রেলকে আমাদের দেশের ‘লাইফ লাইন’ বলেও আখ্যা দেওয়া হয়। আর যাত্রীদের সফর নিরাপদ এবং আরামদায়ক করে তুলতে প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা আনছে ভারতীয় রেল। এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও চলছে ভারতীয় রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ।

আসলে আমাদের দেশে এখনও পর্যন্ত সব জায়গায় রেল পরিষেবা সমানভাবে পৌঁছাতে পারেনি। কোথাও কোথাও এখনও পর্যন্ত রেল ট্র্যাকও বসানো সম্ভব হয়নি। আবার কোথাও কোথাও রেল ট্র্যাক থাকলেও পর্যাপ্ত পরিমাণে ট্রেন চালানো সম্ভব হয়ে ওঠেনি।

ভারতীয় রেল,Indian Railways,নতুন ট্রেন,New Train,বাংলা,Bengal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আর তাই এই সমস্ত খুঁটিনাটি সমস্যার সমাধানেই বিগত কয়েক মাস ধরে উঠে পড়ে লেগেছে ভারতীয় রেল। তাই ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে নতুন নতুন ট্রেনও চালু করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্রেন পেয়েছে, আমাদের বাংলাও।

আরও পড়ুন: DTH ও কেবল টিভি অতীত! নতুন প্রযুক্তিতে এবার মোবাইলে দেখা যাবে লাইভ টিভি

এমনই বেশ কয়েকটি নতুন ট্রেন পেয়েছে বাংলায়। সোমবার থেকেই এমনই একটি নতুন ট্রেন বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করেছে। ৯ মার্চ  এই ট্রেনের উদ্বোধন করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সদ্য নতুন যে ট্রেন দুটির  সূচনা হয়েছে সেগুলি হল ৫৭৭০৬ ও ৫৭৭০৫। এরমধ্যে ৫৭৭০৬ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে আর রাধিকাপুর পৌঁছাবে বেলা ১১ টায়। এছাড়া ৫৭৭০৫ ট্রেনটি রাধিকাপুর থেকে বিকেল ৪টের সময় ছাড়বে আর শিলিগুড়ি জংশন পৌঁছাবে রাত ৯:৩০ টায়।

ভারতীয় রেল,Indian Railways,নতুন ট্রেন,New Train,বাংলা,Bengal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই নিয়ে এই রুটে দ্বিতীয় ট্রেন চালু হওয়ায় ব্যাপক উপকৃত হবেন এলাকাবাসী। জানা যাচ্ছে নতুন এই ট্রেন দুটি শিলিগুড়ি জংশন এবং রাধিকাপুর বাদেও ৯ টি স্টেশনে স্টপেজ দেবে। যার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই, ডালখোলা, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা। স্টপেজ কম থাকায় আগামীদিনে  খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবেন  যাত্রীরা।

Avatar

anita

X