নিউজশর্ট ডেস্কঃ রেলপথে যাত্রা আরও উন্নত করার স্বার্থে অবিরাম কাজ করে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। নতুন লাইনের কাজ থেকে শুরু করে একাধিক ট্রেন লঞ্চ করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হবে বাংলা থেকে। এবার সেই সুখবর কনফার্ম হয়ে গেল। কোন দুই স্টেশনের মধ্যে চলবে নতুন বন্দে ভারত? চলুন জেনে নেওয়া যাক।
গোটা দেশে মোট ৫১ টি বন্দে ভারত চালু রয়েছে। যার মধ্যে ৬টি চলে পশ্চিমবঙ্গে। আর বাংলার প্রথম বন্দে ভারত ছিল হাওড়া – জলপাইগুড়ি। পরবর্তীকালে হাওড়া টু পুরি, হাওড়া টু পাটনা, হাওড়া টু রাঁচি, নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি ও শেষে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা চালু হয়েছিল। এবার সেই তালিকায় জুড়ল ৭ নম্বর বন্দে ভারত এক্সপ্রেস।
যেমনটা জানা যাচ্ছে, মুজফফরপুর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Muzaffarpur-New Jalpaiguri Vande Bharat Express)। স্বাভাবিকভাবেই এই ট্রেনের ঘোষণা হতেই খুশি হয়েছেন আমজনতা থেকে এই রুটের যাত্রীরা। অগাস্ট মাস থেকেই এই ট্রেনটি শুরু হয়ে যাবে। প্রায় ৪৫০ কিমির এই যাত্রাপথে আগে যেখানে ৯ ঘন্টা সময় লাগত। তবে এবার থেকে মাত্র ৬-৭ ঘন্টার মধ্যেই যাওয়া পৌঁছানো যাবে গন্তব্যে। কিন্তু কত হবে ভাড়া ?
নতুন ট্রেনের ঘোষণার পাশাপাশি ভাড়া নিয়েও আপডেট পাওয়া গিয়েছে। যদিও অফিসিয়াল আইআরসিটিসি ওয়েবসাইটে ট্রেনটি দেখা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে টিকিটের দাম ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে হতে পারে।
আরও পড়ুনঃ কমবে দূরপাল্লা ট্রেনের টিকিটের খরচ! কোটি কোটি যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল
প্রসঙ্গত, সংবাদ মাধ্যমের দ্বারা করা সমীক্ষায় এই রুটে যাত্রীদের মধ্যে বন্দে ভারতের ফিডব্যাক বেশ ভালো। তাই আগামী দিনে আরও দ্রুত ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য রেলের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও কিছুদিন আগেই এর্নাকুলাম থেকে বেঙ্গালুরু রুটেও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে।