নিউজশর্ট ডেস্কঃ এই তো কিছুদিন আগেই রাজ্যের ক্লাবগুলিকে দু হাত খুলে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য যে টাকা দেওয়া হবে তা জানার পর হইচই পড়ে গিয়েছিল সর্বত্র। এবার ক্লাবগুলিকে আরও ১৫০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।
আগামী ১৬ই অগাস্ট ‘খেলা হবে দিবস’ (Khela Hobe Diwas) উপলক্ষে ক্লাবগুলিকে এই টাকা দেওয়া হবে। রাজ্যের ফুটবল সংস্থা IFA সভাপতি অজিত বন্ধোপাধ্যায় এই অনুদানের কথা ঘোষণা করেছেন। সাংবাদিক সম্মেলনে অজিতবাবু জানান, ‘মুখ্যমন্ত্রী একটা দিবসের নামকরণ করেছেন সেটা হল, ‘খেলা হবে দিবস’। রাজ্য সরকারের সঙ্গে মেলবন্ধন করে আইএফএও এই দিনটি পালনে সহযোগিতা করবে। ৩০৮টি ইউনিটকে ইতিমধ্যেই বলে দিয়েছি, ১৬ অগস্ট খেলা হবে দিবস হিসাবে উৎযাপন করার জন্য’।
এদিন তিনি আরও জানান, ‘খেলা হবে দিবসের দৌলতে খেলার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। এর ফলে খেলাধুলার মান আরও বাড়বে। আমরা সবাই একটা বিষয় জানি, কোয়ান্টিটি যদি বাড়তে থাকে, তাহলেই কোয়ালিটি আসবেই। আমাদের কাজ সকলকে মাঠে আসার অনুপ্রেরণা দেওয়া। খেলাধুলা করো, নিজেদেরকে সুস্থ সবল রাখতে হবে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই মূল উদ্দেশ্য।’
আরও পড়ুনঃ বাড়ল পরিমাণ! এ মাসে কত কেজি ফ্রি চাল গম পাওয়া যাবে রেশনে? দেখুন তালিকা
টাকা পেলে কিভাবে আয়োজন করতে হবে সেটা নিয়েও এদিন মন্তব্য করেন IFA সভাপতি। তিনি জানান, ‘খেলা হবে দিবসে ফেস্টুন বা ফ্ল্যাগ লাগাতে হবে, নির্দিষ্ট একটা ছবিও দেওয়া হয়েছে। সেটা লাগিয়ে তবেই খেলা হবে দিবস উৎযাপন করতে হবে। বিশিষ্ট লোকজনদের এর সঙ্গে যুক্ত করা যেতে পারে। ফুটবল ম্যাচ, বা কোনও ভার্সেস খেলা বা কম্পিটিশনও হতে পারে। যে, যে ভাবে চায় আয়োজন করতেই পারে।’
জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় ১৯০টি ক্লাব সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। তবে এখনও আবেদন করা যাচ্ছে, IFA বা রাজ্য সরকার যে কারোর কাছেই আবেদন করা যেতে পারে। সরকারের মতে, এর ফলে বাংলার ছেলে মেয়েরা উপকৃত হবে।