WB Govt Holiday

WB Govt Holiday: রবিবার পয়লা বৈশাখের ছুটি মার গেলেও, নতুন ছুটি ঘোষণা রাজ্যের! কবে মিলবে ছুটি?

নিউজ শর্ট ডেস্ক: রবিবার (Sunday) মানেই বাঙালির কাছে ছুটির দিন। আর এবছর রবিবারেই পয়লা বৈশাখ (Poila Boisakh)পড়ায় নব বর্ষের ছুটি মার গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employee)। যা নিয়ে এই মুহূর্তে বেজায় মন খারাপ রাজ্য সরকারি কর্মচারীদের। ১৪ ই এপ্রিল পয়লা বৈশাখ রবিবার পড়ায় অনেকেই আশায় ছিলেন নববর্ষের (New Year) ছুটি মার গেলেও রাজ্য সরকারের তরফে হয়তো নতুন কোন ছুটি ঘোষণা করা হবে।

কিন্তু নববর্ষ উপলক্ষে নতুন করে ছুটি ঘোষণা করা হয়নি। তাই একটা ছুটি কমে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল রাজ্য সরকারের কর্মীদের। পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়ারাও বিষয়টি নিয়ে খুশি ছিলেন না একেবারেই। তবে এবার আর মন খারাপের দরকার নেই। কারণ পয়লা বৈশাখের এই ছুটি পুষিয়ে দিতেই  এবার আরও  একটি নতুন ছুটি ঘোষণা করেছে  রাজ্য সরকার।

এমনিতে এপ্রিল মাস পড়তেই একের পর উৎসব অনুষ্টানের কারণে ভালোই ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই সপ্তাহেই পড়েছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ইদ। এই উৎসব উপলক্ষে ছুটি ১০ ও ১১ এপ্রিল। এছাড়া ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ-ও পড়েছে একই  সপ্তাহের রবিবার।  তাই এবার রাজ্যের মানুষদের মন পেতেই এমন একটি ছুটি ঘোষণা করা হয়েছে যা এর আগে কোনদিনই পাননি রাজ্যবাসী। 

পশ্চিমবঙ্গ সরকার,West Bengal Government,রাম নবমীর ছুটি,Ram Navami Holiday,প্রথমবার,First Time,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,পয়লা বৈশাখ,Pola Boisakh,বাংলা নববর্ষ,Bengali New Year,রবিবার,Sunday

আসলে এ বছর আগামী ১৭’ই এপ্রিল রামনবমীর ছুটি (Ram Navami Holiday) ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।  এবছর এই প্রথম রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি লোকসভা ভোটকে সামনে রেখেই এই ছুটি ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত চলতি বছর রামনবমী পড়েছে আগামী ১৭ই এপ্রিল।

আরও পড়ুন: ফের বিরাট ধাক্কা! বড়সড় ‘লোকসান’ বাংলার সরকারি কর্মীদের

পশ্চিমবঙ্গ সরকার,West Bengal Government,রাম নবমীর ছুটি,Ram Navami Holiday,প্রথমবার,First Time,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,পয়লা বৈশাখ,Pola Boisakh,বাংলা নববর্ষ,Bengali New Year,রবিবার,Sunday

এ প্রসঙ্গে রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আগামী ১৭ই এপ্রিল বুধবার রামনবমী উপলক্ষে ছুটি পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী। বন্ধ থাকবে সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠান। একই সাথে এদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজ গুলিতে পঠন পাঠন বন্ধ থাকবে।  তাই রাজ্য সরকারের রামনবমীর এই ছুটির ঘোষণাতেই পুষিয়ে যাবে পয়লা বৈশাখের ছুটি। 

Avatar

anita

X