পার্থ মান্নাঃ সরকারি চাকরি মানেই ভরপুর ছুটি একথা কমবেশি সকলেই জানান। বিশেষ করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সুতরাং প্রতিমাসেই ছুটি থাকবেই। তবে যদি নতুন ছুটি যুক্ত হয় তাহলে আনন্দ আরও বেড়ে যায়। আর এবার এমনই একটা খুশির খবর মিলল রাজ্য সরকারি কর্মীদের জন্য। কবে আর কতদিনের জন্য ছুটি পাওয়া যাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কালীপুজোয় বাড়ছে রাজ্য সরকারি ছুটি!
গতকাল অর্থাৎ ৩১ শে অক্টোবর ছিল কালীপুজো। দিন কালীপুজো উপলক্ষে ছুটি ছিল সরকারি কর্মীদের। তবে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার অর্থাৎ আজকেও ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। এরপর শনি ও রবিও ছুটি থাকছে। এদিকে ভাইফোঁটা রবিবার পড়ে যাওয়ায় সেই ছুটি মেকআপ দেওয়ার জন্য সোমবারও ছুটি দেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে এবছর ৫ দিনের ছুটি থাকছে কালীপুজো থেকে ভাইফোঁটা উপলক্ষে।
তবে এখানেই শেষ নয়, সাথে রয়েছে আরও সুখবর। এবছর ৫ দিন হলেও আসছে বছর আরও বাড়ছে ছুটি। হ্যাঁ ঠিকই দেখছেন। ২০২৫ সালে কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত একটানা ৬ দিনের ছুটি পাওয়া যাবে।
কালীপুজো থেকে ভাইফোঁটায় ৬ দিনের ছুটি!
আগামী বছর ২০ অক্টোবর, সোমবার কালীপুজো পড়েছে। আর কালীপুজোয় ২ দিনের ছুটি থাকে। অর্থাৎ এর আগের শনিবার ও রবিবারও ছুটি থাকবে। এদিকে আরও দুই দিন ছুটি থাকবে ভাইফোঁটার জন্য। সুতরাং চারদিন ও ২ দিন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি পাওয়া যাবে। সুতরাং সামনের বছর একপ্রকার বেশিই ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।
প্রসঙ্গত, নভেম্বর মাসেও একঝাঁক ছুটি রয়েছে সরকারি কর্মীদের। ১লা তারিখটি থেকে শুরু করে মাসের শেষ পর্যন্ত মোট ১৪ দিন ছুটি রয়েছে নভেম্বর মাসে। তাই চাইলে এই সময় একটা ছোটখাটো ট্রিপ প্ল্যান করা যেতেই পারে।