West Bengal Government increase ICT Teachers Remuneration

দারুণ খবর, ৭০০০ টাকা বাড়লো ভাতা! রাজ্য সরকারের ঘোষণা আসতেই আনন্দে লাফাচ্ছেন এই কর্মীরা

নিউজশর্ট ডেস্কঃ লোকসভা ভোট বাংলায় জেতার পর থেকেই কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেরপর এক প্রকল্প থেকে শুরু করে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এবার এমনই আরও একটি ঘোষণা এল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের (ICT Tecchers) জন্য। রাজ্যের বিভিন্ন স্কুলে চুক্তির ভিত্তিতে কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করা হয়েছিল। এবার তাদের প্রাপ্য ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হল। ১০০০ বা ২০০০ নয় একধাক্কায় ৭০০০ টাকা বাড়ল ভাতা।

চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষার জন্য চুক্তির ভিত্তিতে প্রশিক্ষক নিয়োগ করা হয়েছিল। তাদের প্রতিমাসে ১০,১৯০ টাকা করে ভাতা দেওয়া হয়। তবে এবার সেটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হল। যদিও সকলেরই ভাতা বাড়ছে না, অভিজ্ঞতার নিরিখেই টাকার অঙ্ক নির্ধারিত হবে।

কার কত বাড়ছে ভাতা?

যেমনটা জানা যাচ্ছে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও সেটা কয়েক ধাপে করা হবে। মূলত অভিজ্ঞতার ভিত্তিতেই এই ধাপ গুলি করা হয়েছে। নতুন নিয়মে যারা নূন্যতম ৫ বছর ধরে কাজ করছেন তাদের ২১০০০ টাকা বেতন দেওয়া হবে। আর যদি কেউ ১০ বছর ধরে কাজ করেন তাহলে ২৬০০০ টাকা দেওয়া হবে। একইভাবে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকদেড় ৩২০০০ টাকা দেওয়া হবে। তবে সর্বোচ্চে টাকা পাবেন যারা ২০ বছর ধরে কাজ করছেন, তাঁদের ক্ষেত্রে বেতন হয়ে দাঁড়াবে ৩৯,০০০ টাকা।

আরও পড়ুনঃ ৬০০০এরও বেশি শূন্যপদ, সাথে মোটা মাইনে! পুজোর আগেই চাকরির ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার

সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি চুক্তিভিত্তিক প্রশিক্ষকেরা। এর আগে এই প্রশিক্ষকদের ভাতা বাড়ানো হত না। তবে এবার যেহেতু নতুন নিয়ম করে দেওয়া হল, তাই আগামী দিনে যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার হিসাবে মাসিক ভাতা বেড়ে যাবে। এতে করে কর্মীদের আর্থিক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ৰক্ষরের ১লা এপ্রিল থেকেই এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তাই যারা ইতিমধ্যেই মেইন পেয়ে গিয়েছেন তারা বকেয়া টাকা পেয়ে যাবেন। দেখতে দেখতে পুজোর মাস অনেকটাই কাছে চলে এস্ছে, তাই এমন সময় কিছু বাড়তি টাকা পেয়ে প্রশিক্ষকরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X